আইন-শৃঙ্খলা বাহিনী ও ইসির গুরুত্বপূর্ণ বৈঠক বিকেলে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আজ রবিবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
তিনি জানান, সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ কমিশনার, আইপিজি, বিজিবির প্রধান, স্বরাষ্ট্র সচিব আইন সচিব ও এমটিএমসির সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
গতকাল শনিবার প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, ইসির নিজস্ব তিন রিটার্নিং কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের সব অফিস ও কর্মকর্তাদের অতিরিক্ত নিরাপত্তা চেয়ে পুলিশ হেডকোয়ার্টারে চিঠি দিয়েছে ইসি।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে গুলি করে পালিয়ে যান। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।
Comments