ঢাকা জার্নালের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হলো দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল— ঢাকা জার্নালের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। ৯ ডিসেম্বর, মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজন হয়ে ওঠে সাংবাদিকতা, প্রযুক্তি আর নতুন সম্ভাবনার এক অনন্য মিলনমেলা।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন ঢাকা জার্নালের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। তিনি তুলে ধরেন—ডিজিটাল সাংবাদিকতায় নতুন মানদণ্ড গড়ার প্রত্যয় এবং এক বছরের নিরন্তর পথচলায় সত্য, ন্যায় ও নির্ভীকতার প্রতিশ্রুতি।
অনুষ্ঠানে অতিথি ছিলেন গ্রীন ডেল্টা ইন্সুরেন্স পিএলসির হেড অফ লিগ্যাল তানভীর ঈয়াজদানী, হেড অফ ব্রাঞ্চ সাদাব নাসির, সিএফও সাইফুর রহমানসহ আরো অনেকে। এসময় অতিথিরা বলেন—এক বছরে ঢাকা জার্নাল যে বিশ্বাস ও জনপ্রিয়তা অর্জন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। দ্রুততা, নৈপুণ্য ও পেশাদারিত্বের কারণেই ডিজিটাল মিডিয়ায় ঢাকা জার্নালের সফলতার গল্প আরও বিস্তৃত হবে।
অনুষ্ঠানের সফলতা এবং ভবিষ্যৎ অগ্রগতির জন্য করা হয় বিশেষ মোনাজাত। পরিচালনা করেন গ্রীন ডেল্টা কারওয়ান বাজার ব্রাঞ্চ ম্যানেজার আবু সাঈদ।
আর এরপরই আসে সবার অপেক্ষার মুহূর্ত— ঢাকা জার্নালের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে উদযাপন করেন অতিথি ও ঢাকা জার্নাল পরিবারের সদস্যরা। আনন্দঘন পরিবেশে একসঙ্গে ভাগ করে নেন অগ্রযাত্রার আনন্দ।
এক বছরের এই পথচলা শুধু একটি সূচনা। সত্যের পাশে থাকতে, নির্ভীক সাংবাদিকতার ধারাকে এগিয়ে নিতে— ঢাকা জার্নাল এগিয়ে যেতে চায় আরও দ্রুত, আরও পেশাদার, আরও নির্ভুল তথ্যপ্রবাহের প্রতিশ্রুতি নিয়ে।
Comments