ঢাকা জার্নালের প্রথম বর্ষপূর্তি আজ
এক বছর, সময়ের বিচারে ক্ষুদ্র, কিন্তু যেকোনো সংবাদমাধ্যমের জন্য এটি পরীক্ষার প্রধানতম সময়। এই এক বছরে ঢাকা জার্নাল সেই পরীক্ষায় শুধু উত্তীর্ণই হয়নি, বরং নিজের সম্ভাবনাকে প্রমাণ করার এক নীরব শক্তি সঞ্চয় করেছে। সংবাদভিত্তিক অনলাইন জগতে যেখানে প্রতিদিনই প্রতিযোগিতা, তথ্যের বন্যা আর অযাচিত শব্দের ভিড়, সেখানে ঢাকা জার্নালের প্রথম বছরের পথচলা ছিল সংযত, নিয়মিত এবং লক্ষ্যে অবিচল।
গত বারো মাসের দিকে ফিরে তাকালে, ঢাকা জার্নালের সবচেয়ে বড় অর্জন তাদের সংবাদ পরিবেশনার ধারাবাহিকতা। প্রতিদিনের জাতীয় ঘটনাপ্রবাহ, রাজনীতির ওঠানামা, জনস্বাস্থ্যের সংকট, অর্থনীতির অনিশ্চয়তা বা সাধারণ মানুষের নীরব যন্ত্রণার খবর। সবই তারা তুলে ধরেছে সত্যকে সামনে রেখে। এ ধারাবাহিকতা শুধু একটি নিউজরুমের দক্ষতাই নয়। প্রমাণ করে তাদের দৃষ্টিভঙ্গি পরিণত।
ওয়েবের পাশাপাশি মাল্টিমিডিয়া সাংবাদিকতায় গত এক বছরে তারা যে অগ্রগতি দেখিয়েছে, তা বিশেষভাবে উল্লেখযোগ্য। ইউটিউব চ্যানেলের ভিডিও সংবাদ, মাঠের বাস্তবতা ধরার চেষ্টা, সোশ্যাল প্ল্যাটফর্মে দ্রুত ও লাইভ আপডেট। এসব মিলিয়ে তারা খবরকে শুধু পাঠকের নয়, দর্শকের সঙ্গেও যুক্ত করেছে। সংবাদকে তিনটি মাধ্যমে একসাথে দিতে পারার এই কৌশলই আজকের ডিজিটাল সাংবাদিকতার মূল শক্তি, আর ঢাকা জার্নাল সেই শক্তিকে যথাযথভাবে কাজে লাগিয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পাঠকের আস্থা। প্রথম বছরের যাত্রায় তারা যে নিবেদিত পাঠকগোষ্ঠী তৈরি করতে পেরেছে, সেটিই তাদের আগামীর ভিত্তি। কারণ সংবাদমাধ্যমের প্রকৃত অর্জন সংখ্যা নয়, বিশ্বাস; আর সেই বিশ্বাসের প্রথম ধাপটি তারা অতিক্রম করেছে সফলভাবে।
ঢাকা জার্নালের এক বছর তাই কেবল সময়ের হিসাব নয়—এটি একটি নতুন মাধ্যমের আত্মপ্রকাশ, তার পরিশ্রম, তার শৃঙ্খলা এবং তার প্রতিশ্রুতির এক নীরব ঘোষণা। সামনে পথ দীর্ঘ। অথচ এই প্রথম বছরের অর্জনই বলে দেয়—পথ যত দীর্ঘই হোক, তারা হাঁটতে প্রস্তুত।
Comments