ঢাকা জার্নাল : সত্য নিয়ে পথ চলা
এক বছর সময় খুব বেশি নয়, আবার কমও নয়। ঠিক যতটুকু সময় লাগে একটি বীজের অঙ্কুরোদ্গমের, বা একটি নদীর বর্ষার প্রথম স্রোত বুঝে নিয়ে পথ চলার। অনলাইন যাত্রার এই এক বছরে ঢাকা জার্নাল- ঠিক সেই পথচলাতেই রয়েছে। নিজেকে গড়ে তোলা, দায়িত্ব বুঝে নেওয়া আর পাঠকের আস্থা সৃষ্টি করাই ছিল মূল উদ্দেশ্য।
শুরুটা ছিল দ্বিধা আর প্রশ্নে ভরা। পথ বিপৎসংকুল, সংশয়ের। ডিজিটাল দুনিয়ার ভিড়ে আরেকটি কণ্ঠ। কতটুকু শুনবে, দেখবে দর্শক? চোখের পলক না ফেলে জেনে নেবে সত্য সংবাদটুকু। শত মত, শত পথের ভিড়ে আমাদের স্বর কি আলাদা করে চিনে নেবে মানুষ? জায়গা কোথায় হবে আমাদের? কিন্তু দিনের পর দিন, প্রতিবেদন থেকে প্রতিবেদন, ভিডিও থেকে বিশ্লেষণ। ঢাকা জার্নাল কিছুটা হলেও পেরেছে নিজেদের ভাষা খুঁজে নিতে। সেই ভাষা হয়তো ঝলমলে চটকদার নয়; বরং গভীর, ভাবনাশীল, দায়িত্বপূর্ণ। আমরা চেয়েছি দায়িত্বশীল সাংবাদিকতা। ভিউয়ের ভিড়ে হারিয়ে যাওয়া নয়। পাঠক আমাদের সেই ভাষা বুঝতে পেরেছেন। গ্রহণ করেছেন—এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
এই এক বছরে আমরা দেখেছি দেশের রাজনৈতিক উত্তাপ, সামাজিক টানাপোড়েন, মানুষের প্রতিদিনের সংগ্রাম, আবার উৎসবের রঙ, সৃজনের আলো, তরুণ প্রজন্মের নতুন স্বপ্নও। আমরা দেখেছি সত্যের পাশে দাঁড়ানো কতটা কঠিন, আবার কতটা প্রয়োজনীয়। আর সেই সত্যই সম্মান এনে দিয়েছে আমাদের অল্পবয়সী এই যাত্রায়।
ঢাকা জার্নাল বিশ্বাস করে সাংবাদিকতা শুধুই খবর পৌঁছে দেওয়া নয়—এটি একটি দায়িত্ব, একটি নৈতিকতা, একটি সময়ের সাক্ষ্য হয়ে থাকার অঙ্গীকার। আমাদের প্রতিটি লেখা, প্রতিটি ফ্রেম, প্রতিটি শব্দ সেই অঙ্গীকারের ধারাবাহিকতা।
আজ এক বছর পূর্তির দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা জানি—এটাই শেষ কথা নয়। এ তো কেবল শুরু। সামনে আরও পথ, আরও চ্যালেঞ্জ, আরও স্বপ্নের গল্প। আমরা চাই পাঠকের আস্থা, গঠনমূলক সমালোচনা আর ভালোবাসা। আমরা জানি, সত্যিকারের মিডিয়া পাঠককে সামনে রেখে পথ চলে, পাঠকের আলোতেই পথ খুঁজে।
ঢাকা জার্নালের অনলাইন যাত্রা আজ এক বছর পেরোল। কিন্তু সময়ের হিসেবে যা এক বছর— খবরের জগতে এক নতুন অধ্যায়ের সূচনা। আমরা এগোতে চাই আরও সাহসী পদক্ষেপে, আরও নির্ভীক মনোভাব নিয়ে।
আমাদের ইউটিউব চ্যানেল প্রতিদিন নতুন চোখে দেখায় মানুষের জীবন, শহরের স্পন্দন, সময়ের নানান রূপ। ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে অজানা গল্প, অনুচ্চারিত সত্য, আর মানুষের মুখের ভাষাহীন অনুরণন।
আর ফেসবুক পেজ, সেটি যেন আমাদের একটি নিরন্তর মিলনমেলা। সেখানে পাঠকেরা শুধু পড়েন না, নিজের মতও জানান, ভালোবাসেন, প্রশ্ন করেন, পথ দেখান। আমাদের প্রতিটি আপডেট সেখানে গিয়ে মিশে যায় হাজারো মানুষের প্রতিক্রিয়া, উচ্ছ্বাস ও সমালোচনার সঙ্গে, যা আমাদের প্রতিদিন নতুন করে শেখায়, আরো সচেতন করে।
এক বছর পূর্তির এই মুহূর্তে আমরা তাই নতুন অঙ্গীকার করি,
শব্দে, ছবিতে, ভিডিওতে। পথ চলুক, সত্যের আলোয়, দায়িত্বের দৃঢ়তায়, আর পাঠকের পাশে থাকার অঙ্গীকারে।
লেখকঃ নির্বাহী সম্পাদক, ঢাকা জার্নাল।
Comments