খালেদা জিয়ার অবস্থা আগের মতোই: ডা. জাহিদ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা আগের মতোই আছে। যুক্তরাজ্যর বিশেষজ্ঞ চিকিৎসকসহ মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধায়নে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণ আছেন।
রবিবার (৭ ডিসেম্বর) রাতে তার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, রাত পৌনে ৯টায় ডা. জাহিদ জানান, এ মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের অবস্থা নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই। কোনও সিদ্ধান্ত হলে জানানো হবে।
দলের দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করা হয়েছে।
গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। ইতোমধ্যে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডে যুক্ত হয়েছেন লন্ডন ও চীন থেকে আসা চিকিৎসক দল। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় এ বিষয়ে এখনও মত দেয়নি মেডিক্যাল বোর্ড। গ্রিন সিগন্যাল পেলেই তাকে নেওয়ার জন্য কাতার সরকারের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
Comments