বরিশালে দুই শিশুকে রেখে মায়ের আত্মগোপন, হতবাক স্বামী
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব বামরাইল গ্রামে টিকটককে কেন্দ্র করে দুই অবুঝ সন্তানকে ফেলে প্রেমিকের সাথে লাপাত্তা হয়েছেন এক গৃহবধূ। তার খোঁজ না পেয়ে স্বামীসহ স্বজনেরা দিশেহারা হয়ে পড়েছেন। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে প্রেমিকের কোন পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালে বামরাইল গ্রামের মো. গিয়াসউদ্দিন হাওলাদার (পান্নু) এর ছেলে মো. মামুন হাওলাদারের সঙ্গে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ব্রাহ্মণদিয়া গ্রামের ইউনুস হাওলাদারের মেয়ে লিমা আক্তারের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তাসকিন (৭) ও জিদান (৩) নামে দুই ছেলে সন্তান রয়েছে।
পরিবারের দাবি, গত ৫ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে লিমা আক্তার দুই শিশুকে ঘরে রেখে নিখোঁজ হয়ে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। স্বজনদের অভিযোগ— টিকটক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আগে থেকেই মনমালিন্য ছিল। এছাড়া লিমা আক্তারের পরকীয়ার বিষয়েও সন্দেহ প্রকাশ করেছে পরিবার।
এ ঘটনায় দুই সন্তানকে নিয়ে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন স্বামী মামুন হাওলাদার। তিনি জানান, স্ত্রী কোনো ধরনের যোগাযোগ ছাড়াই চলে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং সন্তানদের দেখাশোনায়ও বিপাকে পড়েছেন।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার ওসি বলেন, "এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি তদন্ত ও নিখোঁজ নারীকে উদ্ধারে পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
Comments