ইমরান খান জীবিত আছেন কিনা, প্রশ্ন তুললেন ছেলে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সুস্থ আছেন, তাকে আদিয়ালা কারাগারেই রাখা হয়েছে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। তবে ইমরানের পরিবার এবং তার শুভাকাঙ্ক্ষীরা এতে নিশ্চিন্ত হতে পারছেন না। তাদের দাবি, আদালতের অনুমতি সত্ত্বেও ইমরানের সঙ্গে পরিবারকে দেখা করতে দেয়া হচ্ছে না। এতে সাবেক প্রধানমন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে তাদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে।
এসবের মধ্যেই ইমরানের ছেলে কাসিম খান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ করা এক পোস্টে তিনি লিখেছেন, ইমরান খান ৮৪৫ দিন ধরে কারাবন্দি রয়েছেন। এর মধ্যে গত ৬ সপ্তাহ ধরে তাকে ডেথ সেলে একাকী রাখা হয়েছে। তার সঙ্গে এখন পরিবারের কারও যোগাযোগ নেই। এমনকি তার 'জীবিত থাকার প্রমাণও' পাওয়া যাচ্ছে না।
তিনি লিখেছেন, 'এই সম্পূর্ণ ব্ল্যাকআউট, কোনো নিরাপত্তা প্রটোকল নয়। এটি তার অবস্থাকে গোপন রাখার একটি পরিকল্পিত প্রচেষ্টা।' তিনি সতর্ক করে বলেন, পাকিস্তান সরকার এবং তাদের সহযোগীদের এজন্য জবাবদিহি করতে হবে।
এক্ষেত্রে বৈশ্বিক মানবাধিকার সংস্থা ও গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর হস্তক্ষেপ দাবি করে তিনি বলেন, অবিলম্বে ইমরানের বেঁচে থাকার প্রমাণ উপস্থাপন করতে হবে এবং তার 'অমানবিক একাকী বন্দিত্বে'-রও ইতি টানতে হবে।
এদিকে ইমরানের বোন নোরিন নিয়াজি দাবি করেছেন, ইমরানের বিষয়ে পাকিস্তানের গণমাধ্যমে ব্যাপক সেন্সরশিপ চলছে। তিনি ভারতীয় বার্তা সংস্থা এশিয়া নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) বলেন, পাকিস্তান সরকার সাংবাদিক এবং গণমাধ্যম মালিকদের আটক করে এবং এত নিপীড়ন করে যে তারা পরে মুক্তি হলেও আর কোনো ইস্যুতে মুখ খুলতে চান না।
সূত্র: হিন্দুস্তান টাইমস
Comments