বায়ু দূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান চতুর্থ
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৩ নভেম্বর) সকালে ঢাকার বাতাস আবারও বিপজ্জনক মাত্রায় নেমে এসেছে। দিনের শুরুতেই রাজধানীর বিভিন্ন এলাকায় বায়ুর মান এতটাই খারাপ ছিল যে তা "খুব অস্বাস্থ্যকর" স্তরে পড়ে।
সুইজারল্যান্ডভিত্তিক পরিবেশ পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে আটটার দিকে বিশ্বের ১২৭টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকা চতুর্থ স্থানে উঠে আসে। ওই সময় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) রেকর্ড হয় ২১৫, যা স্বাভাবিক মানের তুলনায় বহু গুণ ক্ষতিকর। সাধারণত AQI–এর মান ২০০ ছাড়ালে বিশেষজ্ঞরা তা খুব অস্বাস্থ্যকর বলে বিবেচনা করেন।
আইকিউএয়ার প্রতিদিনের মতো আজও ঢাকার বায়ুর তাৎক্ষণিক অবস্থা তুলে ধরে জানায়, রাজধানীর কয়েকটি স্থানে দূষণের মাত্রা আরও বেশি। সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা যায় ইস্টার্ন হাউজিং এলাকায়, যেখানে AQI ছিল ২৪৯। এর বাইরে আরও পাঁচটি স্থানের বায়ু মানও খুব খারাপ—দক্ষিণ পল্লবী ২২৩, বে'জ এজ ওয়াটার ২১৯, কল্যাণপুর ২১৫, গোড়ান ২০৩, এবং বেচারাম দেউড়ি ২০৩।
গত সপ্তাহের একই দিনে ঢাকার বায়ুমান ছিল ১৭৭। তার পর থেকে টানা কয়েক দিন রাজধানী বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকেই অবস্থান করছে। প্রায় প্রতিদিনই ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর—এমন চিত্রই উঠে আসছে বিভিন্ন পর্যবেক্ষণ প্রতিবেদনে।
বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, যার AQI স্কোর ৪১৬। দ্বিতীয় স্থানে আছে কলকাতা (৩৩৬) এবং তৃতীয় স্থানে পাকিস্তানের করাচি (২২৯)।
Comments