রাজধানীতে ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি
গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, গত ১০ মাসে রাজধানীতে গড়ে মাসে প্রায় ২০টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এসব ঘটনার বেশিরভাগেরই রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।
মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনাটি পুলিশ তদন্ত করছে। এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। হত্যায় জড়িত বাকি দুজনকে গ্রেপ্তার করা গেলে মূল তথ্য জানা যাবে।
এর আগে, সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে রাজধানীর পল্লবীর পুরোনো থানার কাছে সি ব্লকে একটি হার্ডওয়্যার দোকানে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়।
ঘটনার পর সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাস্ক ও হেলমেট পরা তিন ব্যক্তি দোকানে ঢুকে খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় গোলাম কিবরিয়া দোকানের চেয়ার টেনে লুকানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। পাশে অন্যরা থাকলেও তারা অস্ত্রধারীদের প্রতিহত করতে পারেননি। মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।
Comments