আইরিশদের ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হারাল বাংলাদেশ
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারিয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনে লাঞ্চের পরই আয়ারল্যান্ডের প্রতিরোধ ভেঙে দিয়ে টাইগাররা ম্যাচের ইতি টানেন।
দ্বিতীয় ইনিংসে ২৫৪ রানে অলআউট হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বোলাররা পুরো ম্যাচে দাপট দেখান। অভিষিক্ত হাসান মুরাদের চার উইকেটের পাশাপাশি তিনটি উইকেট নেন তাইজুল ইসলামও।
বাকি দুই উইকেট শিকার করেন নাহিদ রানা।
চতুর্থ দিনের শুরুতে ৫ উইকেটে ৮৫ রান নিয়ে লড়াই শুরু করেছিল আয়ারল্যান্ড। অ্যান্ডি ম্যাকব্রেইন এবং ম্যাথিউ হামফ্রিস বড় জুটি গড়তে পারেননি। হামফ্রিসকে ফেরান তাইজুল।
এরপর বলবার্নিকে সঙ্গে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন ম্যাকব্রেইন। ৩৮ রান করে বলবার্নি মুরাদের এলবিডব্লিউর ফাঁদে পড়েন। ৫২ রান করে নাহিদ রানার শিকার হন ম্যাকব্রেইন। শেষ দিকে জর্ডান নিল এবং ব্যারি ম্যাকার্থি ৫৪ রানের জুটি গড়লেও হাসান মুরাদ ও তাইজুল ইসলাম শেষ পর্যন্ত আয়ারল্যান্ডকে অলআউট করেন।
এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল শান্তরা। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর ঢাকায়।
Comments