সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর খসড়া চূড়ান্ত
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। কমিশনের প্রস্তাবে দেখা গেছে, গত ১০ বছরে মূল্যস্ফীতির বিবেচনায় বেতন বাড়ানোর হার ধরা হয়েছে ৯০ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত। সোমবার (২০ অক্টোবর) এই প্রস্তাবের খসড়া চূড়ান্ত করা হয়।
প্রস্তাব অনুযায়ী, গ্রেড-১ এর কর্মকর্তাদের জন্য মূল বেতন ধরা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৫৯৪ টাকা। গ্রেডভিত্তিক বেতনের প্রস্তাবে আরও রয়েছে:
গ্রেড-২: ১ লাখ ২৭ হাজার ৪২৬ টাকা
গ্রেড-৩: ১ লাখ ৯ হাজার ৮৪ টাকা
গ্রেড-৪: ৯৬ হাজার ৫৩৪ টাকা
গ্রেড-৫: ৮৩ হাজার ২০ টাকা
গ্রেড-৬: ৬৮ হাজার ৫৩৯ টাকা
গ্রেড-৭: ৫৫ হাজার ৯৯০ টাকা
গ্রেড-৮: ৪৪ হাজার ৪০৬ টাকা
গ্রেড-৯: ৪২ হাজার ৪৭৫ টাকা
গ্রেড-১০: ৩০ হাজার ৮৯১ টাকা
এছাড়া নিম্ন গ্রেডগুলোতে প্রস্তাবিত বেতন হচ্ছে:
গ্রেড-১১: ২৪ হাজার ১৩৪ টাকা
গ্রেড-১২: ২১ হাজার ৮১৭ টাকা
গ্রেড-১৩: ২১ হাজার ২৩৮ টাকা
গ্রেড-১৪: ১৯ হাজার ৬৯৩ টাকা
গ্রেড-১৫: ১৮ হাজার ৭২৮ টাকা
গ্রেড-১৬: ১৭ হাজার ৯৫৫ টাকা
গ্রেড-১৭: ১৭ হাজার ৩৭৬ টাকা
গ্রেড-১৮: ১৬ হাজার ৯৯০ টাকা
গ্রেড-১৯: ১৬ হাজার ৪৪১ টাকা
গ্রেড-২০: ১৫ হাজার ৯২৮ টাকা
মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় সরকারের পক্ষ থেকে বেতন বৃদ্ধির প্রয়োজনীয়তা অনুভব করা হয়। এর ধারাবাহিকতায় গত ২৭ জুলাই একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত হয় জাতীয় বেতন কমিশন। তারা ডিসেম্বরের মধ্যে, জাতীয় নির্বাচনের আগেই, চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে চায়।
কমিশন ভবিষ্যতের প্রেক্ষাপট বিবেচনায় ২০৩০ সাল নাগাদ বেতন বৃদ্ধির সম্ভাব্য রূপরেখাও তৈরি করেছে।
Comments