আগামী সরকারকে দেশ গঠনের দায়িত্ব নিতে হবে
 
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, 'জুলাই সনদ'-এর মাধ্যমে বাংলাদেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, যা সম্ভব হয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে। তিনি এই সনদ স্বাক্ষরকে গণঅভ্যুত্থানের 'দ্বিতীয় পর্ব' বলে আখ্যায়িত করেন এবং এই আন্দোলনে আত্মত্যাগকারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে আয়োজিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে ড. ইউনূস বলেন, বাংলাদেশ এখন একটি ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছে। এই পরিবর্তন এসেছে ছাত্র-জনতার নেতৃত্বে হওয়া গণআন্দোলনের ফলে। তিনি বলেন, আজকের এই অনুষ্ঠান সেই অভ্যুত্থানেরই ধারাবাহিকতা।
ড. ইউনূস তাঁর বক্তব্যের শুরুতেই যাঁরা এই আন্দোলনের সময় প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন কিংবা আহত হয়েছেন—তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, তাঁদের ত্যাগের কারণেই এই দিনটি সম্ভব হয়েছে। জাতি তাঁদের কাছে চিরঋণী থাকবে।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ও সাংবিধানিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুযোগ করে দিয়েছে। পুরোনো ও অপ্রয়োজনীয় বিতর্ক পেছনে ফেলে জাতি এখন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে সংবিধান সংশোধন ও সরকার পরিচালনায় নানা নতুন দিক এসেছে।
ড. ইউনূস আশাবাদ ব্যক্ত করেন, এই পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন যুগের সূচনা হবে।
 
  
 
 
 
Comments