পালানোর কথা নিশ্চিত করলেন মাদাগাস্কারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট

দেশ ছেড়ে পালানোর কথা প্রথমবারের মতো স্বীকার করেছেন মাদাগাস্কারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। তিনি নিশ্চিত করেছেন, চলতি সপ্তাহে 'নিজের জীবন বাঁচাতে' তিনি এ পদক্ষেপ নেন।
বুধবার (১৫ অক্টোবর) রাতে পাঠানো এক বিবৃতি অনুযায়ী, জীবনের অত্যন্ত গুরুতর হুমকি পাওয়ার পর আন্দ্রে রাজোয়েলিনা ১১ থেকে ১২ অক্টোবরের মধ্যে দেশত্যাগ করেন।
রয়টার্স জানিয়েছিল, গত রোববার ৫১ বছর বয়সী এই নেতাকে একটি ফরাসি সামরিক বিমানে করে সরিয়ে নেওয়া হয়। এরপর সোমবার একটি 'নিরাপদ স্থানে' আশ্রয় নেওয়ার কথা জানান তিনি। তবে কোথায় আছেন, তা নিশ্চিত করেননি।
২০০৯ সালে ক্ষমতায় আসা রাজোয়েলিনা জাতীয় পরিষদ এবং সেনাবাহিনীর একাংশকে নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ তোলেন।
ক্ষমতা দখলকারী সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, আগামী শুক্রবার তাদের নেতা কর্নেল মাইকেল র্যান্ড্রিয়ানিরিনা নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।
২৫ সেপ্টেম্বর পানি ও জ্বালানির অভাবের প্রতিবাদে আন্দোলন শুরু করা জেনারেল-জেড বিক্ষোভকারীরা কর্নেল র্যান্ড্রিয়ানিরিনার হস্তক্ষেপকে স্বাগত জানিয়েছে। কিন্তু জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন অভ্যুত্থানটিকে 'অবৈধ' বলে নিন্দা জানিয়েছে।
Comments