কাস্তে প্রতীকের বিজয়েই রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে-সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীর হোসেন

শিমুল অধিকারী সুমন, চাঁদপুরঃ কমিউনিস্ট পার্টির নেতা কমরেড মোঃ জাহাঙ্গীর হোসেন বলেছেন, কাস্তে প্রতীকের বিজয় হলেই রাজনৈতিক দুর্বৃত্তায়ন এ দেশে চিরতরে বন্ধ হবে। তাই আগামী নির্বাচনে যারা ভোট দিবে, বিশেষ করে তরুন ভোটাররা কমিউনিস্ট পার্টির কাস্তে মার্কাকেই বেছে নিবে বলে বিশ্বাস রাখি। ১৪ অক্টোবর মঙ্গলবার এ কথা জানিয়েছেন সিপিবি থেকে মনোনীত চাঁদপুর-৩ সদর ও হাইমচর আসনে কাস্তে প্রতীকের সম্ভ্যাব্য প্রার্থী কমরেড মোঃ জাহাঙ্গীর হোসেন।
তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং একই সাথে বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনিই এই প্রথম কমিউনিস্ট পার্টির পক্ষে প্রথম ব্যক্তি হিসেবে চাঁদপুর থেকে সংসদ সদস্য প্রার্থী মনোনীত হলেন।
ব্যাক্তি জীবনী সম্পর্কে জানা যায়, জাহাঙ্গীর হোসেন ছাত্র জীবন থেকেই ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চাঁদপুর জেলা সভাপতি ছিলেন। ছাত্রত্ব শেষ করে বাংলাদেশ যুব ইউনিয়নের জেলা সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি শিক্ষকতা করছেন। পাশাপাশি শিক্ষকদের দাবী আদায়েও বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি এ সংগঠনের চাঁদপুর জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।
জাহাঙ্গীর হোসেন কৈশোরকাল থেকেই লেখালেখি ও নাটকের সাথে সম্পৃক্ত হন। সেখানেও তিনি সাংস্কৃতিক ও সাহিত্য চর্চার নানা দাবী নিয়ে কাজ করতে গিয়ে এক পর্যায়ে তার ঐকান্তিক প্রচেষ্টায় জাগরণ সাংস্কৃতিক কেন্দ্র ও চাঁদপুর লেখক পরিষদ প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি উভয় সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা চাঁদপুর এর যুগ্ম- মহাসচিব এর দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সাহিত্য একাডেমী চাঁদপুরের এডহক কমিটিরও সাবেক সদস্য ছিলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্র জীবন থেকে রাজনীতি, সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে আসছি। গরীব-মেহনতি মানুষের পক্ষে লড়ে যাচ্ছি, আগামীতেও লড়ে যাবো। রাজনীতির দুর্বৃত্তায়নের বিপরীতে কাজ করছি। শত প্রতিকূল পরিবেশ-পরিস্হিতি উপেক্ষা করে সমাজ বিনির্মাণের সংগ্রামে রাজপথে আছি। একটি মানবিক সমাজ গড়ে তোলতে শোষণমুক্তির লড়ায়ে এখনও অবিচল। মানুষের মুক্তির পথ সমাজতান্ত্রিক অর্থনীতি। এ সমাজ প্রতিষ্ঠা করতে বামপন্হার বিকল্প নাই।
তিনি আরও বলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আমি একজন কর্মী। কেন্দ্র যদি আমাকে মনোনয়ন দেন তাহলে চাঁদপুর-৩ নির্বাচনী এলাকায় আমি সংসদ সদস্য প্রার্থী হবো। কাস্তে প্রতীক নিয়ে ভোটে লড়বো। নির্বাচনে জয়ী হলে এ জনপদের বিভিন্ন সমস্যার কথা সংসদে উত্থাপন করবো। বাস্তবায়ন না হলে জনগণকে নিয়ে রাজপথে লড়াই করার অঙ্গীকার করছি। নির্বাচনে বিজয়ী না হলেও মেহনতি মানুষের জন্য কাজ করবো এবং জনতার পক্ষে থাকবো।
তরুন ভোটারদের উদ্দ্যেশ্যে কমরেড জাহাঙ্গীর হোসেন বলেন, তরুনরাই সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়ায়। আমি কৈশোর কাল থেকেই সংগ্রাম করতেছি। তরুনদের প্রতি আহ্বান থাকবে সমাজ পরিবর্তনের জন্য তরুন নেতৃত্ব হিসেবে আগামী নির্বাচনে আমার কাস্তে প্রতীকের প্রতি ভোটদানে আস্থা রাখতে হবে। আমি নির্বাচনে তাদেরকে সাথে নিয়েই এগুতে চাই।
Comments