ঋণের দায়ে আত্মহত্যা করা অমলের পরিবারের পাশে তারেক রহমান
বাগেরহাটের মোংলায় ঋণের দায় ও অভাব-অনটনের চাপে আত্মহত্যা করা অমল রায়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর পক্ষ থেকে পরিবারটিকে নগদ সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি, দুই সন্তানের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে বিএনপি।
শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা ও শিক্ষার আশ্বাস নিয়ে অমলের বাড়িতে যান মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. জুলফিকার আলী। তিনি বলেন, 'তারেক রহমান স্যারের নির্দেশে আমরা এই সহায়তা দিয়েছি। অমলের বড় ছেলেকে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ও ছোট ছেলের স্কুলের খরচ দলের পক্ষ থেকে বহন করা হবে।'
অমলের স্ত্রী তিলকি রায় জানান, স্বামী দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন। আগে অটোরিকশা চালালেও ঋণ নিয়ে ইজিরিকশা কেনার পর আয়ের পথ স্থায়ী হয়নি। কিস্তির চাপ ও সংসারের দায় মেলাতে না পেরে একপর্যায়ে সেটিও বিক্রি করে দেন। কিন্তু ধার-দেনা কমেনি। বড় ছেলে সুরজিৎ রায়ের (২১) পড়াশোনা উচ্চমাধ্যমিকে গিয়েই বন্ধ হয়ে যায়, ছোট ছেলে সুজিত (১১) পড়ছে পঞ্চম শ্রেণিতে—তাকে স্কুলে রাখাও কঠিন হয়ে পড়ে।
সবশেষে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে নিজ বাড়ির পেছনের একটি আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অমল রায়।
ঘটনার পরদিন বিএনপি স্থানীয় পর্যায়ে পরিবারটির খোঁজ নেয়। জুলফিকার আলীর সঙ্গে ওইদিন অমলের বাড়িতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, যুবদল ও শ্রমিক দলের নেতারা।
তিলকি রায় বলেন, 'স্বামীকে হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। এখন কেউ পাশে দাঁড়িয়েছে, এই ভেবে কিছুটা সাহস পাচ্ছি।'
Comments