নিজেদের নিরাপত্তার ঠিক নেই, এসেছেন আমার নিরাপত্তা দিতে: পুলিশকে সুব্রত বাইন

রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলায় হাজিরা দিতে আদালতে আনা হলে পুলিশের দেওয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েই উল্টো হুমকি ও কটূক্তি করেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মো. ফাতেহ আলী (৬১)।
বুধবার (১৫ অক্টোবর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করার সময় প্রিজনভ্যান থেকে নামিয়ে তাকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরাতে গেলে তিনি পুলিশ সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডা ও হুমকি-ধমকি শুরু করেন।
হাজতখানার পুলিশ সদস্যরা যখন সুব্রত বাইনের নিরাপত্তা নিশ্চিত করতে তার শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরাতে যান, তখন তিনি বলেন, "এতো নিরাপত্তা, অমুক তমুক—কত কিছুই না দেখব!"
পরে দুই হাত পিছমোড়া করে হাতকড়া পরানোর সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইনচার্জ রিপন মোল্লাকে উদ্দেশ করে বলেন, "আপনি কবে থেকে ডিউটি করেন? আমি কয়বার এখানে (কোর্টে) আসছি?"
রিপন মোল্লা জানান, "হাতকড়া পরানো নিয়ে আমাদের নিয়ে আসামি বিভিন্ন ধরনের কথা বলেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।"
প্রিজনভ্যান থেকে আদালতের হাজতখানায় নেওয়ার সময় সুব্রত বলেন, "আপনাদের নিজেদের নিরাপত্তার ঠিক নেই, এসেছেন আবার আমার নিরাপত্তা দিতে! আপনাদের নিরাপত্তা নিয়ে চিন্তা করেন।"
বেলা ১টার দিকে ঢাকার মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১৫-এর বিচারক ফাহ্মিদা জাহাঙ্গীরের এজলাসে শুনানি অনুষ্ঠিত হয়। সুব্রত বাইন ও তার সহযোগী আরাফাত ইবনে নাসিরকে জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরা অবস্থায় আদালতে হাজির করা হয়। কাঠগড়ায় ওঠানোর পর তাদের নিরাপত্তা সরঞ্জাম খুলে দেওয়া হয়।
শুনানিতে আসামিপক্ষ অব্যাহতির আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন এবং চার্জ গঠনের নির্দেশ দেন। আদালতে সুব্রত বাইন নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
Comments