শহিদুল আলমকে ইসরাইল থেকে তুরস্কে আনা হচ্ছে

খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী আলোকচিত্রী শহিদুল আলমকে ইসরাইল থেকে তুরস্কে আনা হচ্ছে। শুক্রবার (১০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম জানান, শুক্রবার বিকেলে ইসরায়েল থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে আছেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। তুর্কি সূত্রে জানা গেছে, তুর্কিশ এয়ারলাইনসের TK 6921 ফ্লাইটে স্থানীয় সময় বিকেল আড়াইটার দিকে ইস্তাম্বুলে অবতরণ করার কথা রয়েছে।
তিনি আরও জানান, শহিদুল আলমের মুক্তি ও তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
Comments