স্বর্ণের ভরিতে রেকর্ড উত্থান : বছরের ব্যবধানে ছুঁতে পারে ৩ লাখ

চলতি বছরের প্রায় দশ মাসে স্বর্ণের দামে রেকর্ড উত্থান হয়েছে। জানুয়ারি থেকে অক্টোবর— মাত্র ১০ মাসের ব্যবধানে ভরিতে দাম বেড়েছে ৬২ হাজার টাকারও বেশি। ২০২৫ সালের ১ জানুয়ারি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। আর ৭ অক্টোবর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৭২৬ টাকায়। দেশের ইতিহাসে এটাই সর্বোচ্চ মূল্য।
এই সময়ের মধ্যে স্বর্ণের দাম দেশে মোট ৬১ বার পরিবর্তিত হয়েছে। এর মধ্যে ৪৩ বার বেড়েছে এবং মাত্র ১৮ বার কমেছে। তুলনামূলকভাবে, ২০২৪ সালে দাম সমন্বয় করা হয়েছিল ৬২ বার, যার মধ্যে ৩৫ বার ছিল বাড়তি মূল্য নির্ধারণ।
কেন বাড়ছে স্বর্ণের দাম?
বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়ছে। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক স্বর্ণ মজুত, ডলারের দুর্বলতা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা স্বর্ণের মূল্যবৃদ্ধিকে ত্বরান্বিত করছে।
বিশেষজ্ঞদের মতে, চলতি বছরে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় ৪৯ শতাংশ বেড়েছে, যেখানে গত বছর এ হার ছিল ২৭ শতাংশ।
বিশ্ববাজারে রেকর্ড দাম
রয়টার্স জানায়, ৭ অক্টোবর স্পট মার্কেটে স্বর্ণের দাম সর্বোচ্চ ৩,৯৬৯.৯১ ডলারে পৌঁছায়, যা পরে কিছুটা কমে ৩,৯৫৬.১৯ ডলারে নামে। ডিসেম্বরের ফিউচার মূল্যও বেড়ে দাঁড়াতে পারে ৩,৯৭৬.৩০ ডলার, যা স্বর্ণের ইতিহাসে হবে এক নতুন মাইলফলক।
মূল্যবৃদ্ধির পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ:
• কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনা : ডলারের প্রতি আস্থা কমে যাওয়ায় স্বর্ণের প্রতি ঝুঁকছে দেশগুলো।
• ভূ-রাজনৈতিক অস্থিরতা : যুক্তরাষ্ট্র-চীন, রাশিয়া, মধ্যপ্রাচ্য সংকট অর্থনৈতিক পরিস্থিতি আরও জটিল করে তুলছে।
• মুদ্রাস্ফীতি ও সুদহার : বিনিয়োগকারীরা মূলধন নিরাপদ রাখতে স্বর্ণে বিনিয়োগ বাড়াচ্ছে।
• ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা : ইউরোপের আরেক বড়ো অর্থনীতি অনিশ্চয়তায় পড়ায় বাজারে চাপ সৃষ্টি করছে।
সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার ঊর্ধ্বে
স্বর্ণের দাম আকাশচুম্বী হওয়ায় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এই মূল্যবান ধাতু। অনেকেই বাধ্য হচ্ছেন স্বর্ণ কেনা থেকে সরে আসতে। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০২৬ সালের মধ্যেই স্বর্ণের দাম ৩ লাখ টাকায় পৌঁছাতে পারে।
স্বর্ণকে অর্থের সবচেয়ে স্থায়ী রূপ হিসেবে বিবেচনা করা হলেও বর্তমান পরিস্থিতিতে এটি সাধারণ মানুষের জন্য বিলাস পণ্য হয়ে উঠেছে। তবে বাজার বিশেষজ্ঞদের মতে, যতদিন বিশ্বজুড়ে অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তা থাকবে, ততদিন স্বর্ণের এই ঊর্ধ্বগতি থামার সম্ভাবনা নেই।
Comments