ডিম নিক্ষেপ ঘটনায় এনসিপি নেতাদের প্রতিক্রিয়া

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হেনস্তা করা হয়।
বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টায় বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে। জানা গেছে, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা এই হামলা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং হামলাকারীদের একজনকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
এই ঘটনার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপি'র যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাকেও গালিগালাজ ও হেনস্তা করা হয়।
এরপর মঙ্গলবার ভোরে ডা. তাসনিম জারা তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই হামলার নিন্দা জানান। তিনি লিখেছেন, 'আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'এই হামলা স্পষ্ট করে দেখিয়ে দিলো যে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর। আমি নিশ্চিত এই আক্রমণ আখতার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না, তার দৃঢ়তা আরও বাড়িয়ে দিবে।'
অপরদিকে, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহও এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ফেসবুকে লেখেন, 'হাসিনার পুলিশ লীগ, কোট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি। আর এসব উচ্ছিষ্ট, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত দালালরা বিদেশে বসে প্রতিবাদের প্রতীক আখতারকে দমন করতে পারবে?'
তিনি আরও বলেন, 'আওয়ামী দালালদের পক্ষে টকশো আর যুগলবন্দি কলামে যারা 'সম্মতি' উৎপাদন করে, তাদেরও কেন প্রত্যাখ্যান করা উচিত — এটা না বুঝলে, কিছুদিন পর এই আক্রমণের শিকার হতে আপনি প্রস্তুত থাকুন।'
হাসনাত আব্দুল্লাহ তার পুরনো একটি স্ট্যাটাসও শেয়ার করেন, যেখানে তিনি আখতার হোসেনকে ডাকসু ইতিহাসে একজন সফল ও জনপ্রিয় নেতা হিসেবে উল্লেখ করে তার মুক্তির দাবি জানিয়েছিলেন। তিনি লেখেন, 'রশি বেঁধে কোরবানির বাজারে গরু তোলার মতো আখতার ভাইকে কোর্টে তোলার এই ছবি আপনাকে ব্যথিত না করলে, জেনে নিয়েন মজলুমের এই শৃঙ্খলে আপনিও আটকা পড়বেন। খুব শীঘ্রই।'
এই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
Comments