বিপুল ভোটে জয়ী হলেও সাদিক কায়েম জগন্নাথ হলে পেলেন মাত্র ১০ ভোট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অন্যান্য সবগুলো হলে জয় পেলেও জগন্নাথ হলে মাত্র ১০টি ভোট পেয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। এই হলে বিপুল ভোটে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলে আবিদুল ইসলাম খান (১২৭৬)।
এ ছাড়া ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদেও ভরাডুবি হয়েছে। তাদের সমর্থিত প্রার্থী ফরহাদ পেয়েছেন মাত্র পাঁচটি ভোট। এই পদে বিপুল ভোট পেয়ে জয় পেয়েছেন প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু।
জগন্নাথ হলের ফলাফল
ভিপি
আবিদুল ইসলাম খান-১২৭৬
আবু সাদিক কায়েম-১০
শামীম হোসেন-১৪১
জিএস
মেঘমল্লার বসু- ১১৭০
তানভীর বারী হামিম-৩৯৮
এস এম ফরহাদ-৫
এজিএস
তানভীর আল হাদী মায়েদ- ১১০৭
মহিউদ্দিন খান-০৭
দীর্ঘ ছয় বছর পর গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি [ভিপি] পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক [জিএস] পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক [এজিএস] পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।
Comments