ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী

শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার রেখে যাওয়া প্রেতাত্মারা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব বলেন। এসময় তিনি আরো বলেন, হাসিনার প্রেতাত্মারা প্রশাসনে আছে, প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে অবস্থান নিচ্ছে। বর্তমান অন্তবর্তীকালীন সরকার যাতে ব্যর্থ হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন যাতে ব্যর্থ হয় সেজন্য পাঁতানো অস্থিরতা ও নৈরাজ্য তৈরী করছে। অন্তবর্তীকালীন সরকারের প্রধান ডঃ ইউনুস যাতে ব্যর্থ হন, অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে না করতে পারে সেটা জন্য তারা প্রস্তুত রয়েছে।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নিষ্ঠুরতা, নির্যাতন ও ক্ষমতার টিকে থাকার জন্য তিনি যে রক্ত স্রোত বইয়েছেন সেক্ষেত্রে যে সব নেতারা ও প্রশাসনের যে ব্যক্তিরা দায়ী তাদেরকে দেশ ছেড়ে চলে যাবার জন্য গ্রীন সিগন্যাল দেয়া হয়েছে পাসপোর্ট বিভাগ থেকে। এ রকম অপরাধীরা তো গ্রীণসিগন্যাল পেতে পারেনা। প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা লোকরাই শেখ হাসিনার সুদূর প্রসারী পরিকলাপনা বাস্তবায়নের জন্য কাজ করবে। সেই কাজ করার জন্যই তারা নানা ধরনের পরিকল্পনা ফাঁদছে। এ সময় তার সাথে ছিলেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুটি আন্তর্জাতিক সম্মেলনে প্রতিনিধিত্ব করতে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার কিশোর গবেষক আহনাফ বিন আশরাফ এর হাতে উপহার সামগ্রী তুলে দিতে আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী। উল্লেখ্য, কিশোর গবেষক আহনাফ বিন আশরাফ গার্ডিয়ান এঞ্জেল নামে একটি যুগান্তকারী অ্যাপ আবিষ্কার করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন।
Comments