জেলেনস্কিকে মস্কোয় আমন্ত্রণ জানালেন পুতিন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে মস্কোয় বৈঠকে বসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বুধবার এ কথা জানিয়ে পুতিন দাবি করেছেন, তিনি জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের বিষয়টি কখনোই প্রত্যাখ্যান করেননি।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০তম বার্ষিকী উপলক্ষে গতকাল চীনে সামরিক কুচকাওয়াজে দেশটির প্রেসিডেন্ট শি চিনপিং এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাত্ করেছেন পুতিন।
সেখানে তিনি বলেন, 'যদি জেলেনস্কি বৈঠকের জন্য প্রস্তুত থাকেন, তাহলে তাঁকে মস্কোয় আসতে দিন।'
তবে পুতিনের আমন্ত্রণ জানানোর বিষয়ে জেলেনস্কির অফিস তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এমনকি হোয়াইট হাউসও এ বিষয়ে কিছু বলেনি।
সূত্র: ফক্স নিউজ
Comments