মালয়েশিয়ার এয়ারপোর্টে আটকে দিল ২৬ বাংলাদেশিকে

মালয়েশিয়ার আন্তর্জাতিক এয়ারপোর্ট কেএলআই-১ দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় বাংলাদেশের ২৬ জনকে আটকে দেয় দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা ( একেপিএস)।
সংস্থাটি জানিয়েছে যে, মালয়েশিয়াতে ভ্রমণ ভিসার সুবিধা নিয়ে, কাজের সন্ধানে মালয়েশিয়াতে আসছে বহু বাংলাদেশি নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিকরা । যাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেশি, এমন পরিস্থিতিতে মালয়েশিয়ায় অনুপ্রবেশের বাস্তবতা মাথায় রেখে এয়ারপোর্ট ও স্থল বন্দর গুলোতে সতর্কতার সঙ্গে গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে।
বুধবার (৬) অগাস্ট মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা বরাতে জানান যায়, গত মঙ্গলবার বার ৫ অগাস্ট ঢাকা থেকে দুটি আলাদা ফ্লাইটে ২৬ জন বাংলাদেশি আসার পরে আন্তর্জাতিক আগমন গেটে নামার পর, তাৎক্ষণিকভাবে তাদেরকে একেপিএস আটক করে এবং তল্লাশির জন্য এজেন্সি অপারেশন অফিসে নিয়ে যায়।
এ সময় প্রাথমিক তদন্তে জানা গেছে যে, কোন ভ্রমণ ভিসাধারী দেশে প্রবেশের জন্য যুক্তি যত প্রমাণ দেখাতে না পারায় তাদেরকে মালয়েশিয়াতে প্রবেশের অনুমতি দেয়নি সংস্থাটি।
এসময় একেপিএস জানায়, পরবর্তী ফ্লাইটে আটক ২৬ জন্য নাগরিককে দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।
সংস্থাটি আরো জানান, এভাবে অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলা তার জন্য হুমকি স্বরূপ হতে পারে। তাই গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা সব সময় সজাগ রয়েছে।
মালয়েশিয়ার সীমান্ত নিরাপত্তা জোরদার করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে, বিশেষ করে আন্তর্জাতিক বিমানবন্দর কালিয়া -১ ও ২ এর মত প্রধান প্রবেশ পথ গুলোতে সংস্থাটির অভিযান ও পদক্ষেপ অব্যাহত থাকবে।
Comments