প্রথাগত ছাত্ররাজনীতি বাদ দিতে হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'প্রথাগত ছাত্ররাজনীতি বাদ দিতে হবে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। কথা বলার রাজনীতি নয়, জনগণের মানোন্নয়নের রাজনীতি করতে হবে। যোগ্য নেতৃত্বই পারে দেশ গড়তে। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।'
রবিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের 'ছাত্র সমাবেশে' প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'দেশের জনগণই বিএনপির তথা দেশের সব রাজনৈতিক ক্ষমতার উৎস। জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের শত শত নেতাকর্মী হতাহত হয়েছেন।
গণ-অভ্যুত্থানের সময় শুধু ছাত্রদলের ২ হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। যেই সংগঠনে তোমাদের মতো সাহসী মায়ের সন্তানরা আছে, সেই সংগঠনের নেতাকর্মীদের কেউ দমিয়ে রাখতে পারবে না।'
তিনি বলেন, 'স্বাধীনতার ৫৪ বছর পার হয়েছে। বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। এই পরিণত দেশে মানুষ বিভেদ চায় না। কথামালার রাজনীতি নয়। আমরা শুরু করেছি জীবন-মান উন্নয়নের রাজনীতি।'
শিক্ষার্থীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কারিগরি প্রযুক্তি এবং দক্ষতা অর্জন করতে হবে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষা থাকবে।
Comments