মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন মোবারক হোসেন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।এক দশক আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। সর্বোচ্চ আদালতের রায়ে ট্রাইব্যুনালের রায়টি বাতিল ঘোষণা করা হয়েছে।
আদালতে আপিলের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও ইমরান এ সিদ্দিক। আর প্রসিকিউশনের পক্ষে ছিলেন, প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন তামীম।
মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ২৪ নভেম্বর মোবারককে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগের মধ্যে প্রমাণিত একটি অভিযোগে তাকে প্রাণদণ্ড দেওয়া হয়। অন্য একটিতে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। বাকি তিনটি অভিযোগে তাকে খালাস দেন ট্রাইব্যুনাল। পরে ওই বছরের ১৮ ডিসেম্বর এ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন মোবারক।
গত ২২ জুলাই শুনানির পর মঙ্গলবার শুনানি শেষ হলে রায়ের দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। ট্রাইব্যুনালের রায় থেকে জানা যায়, মুক্তিযুদ্ধের সময় মোবারক হোসেন জামায়াতের রাজনীতি করতেন। দেশ স্বাধীনের পর জামায়াতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ে রুকন হন তিনি। পরে দল পাল্টে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তারের পর তাকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ।
Comments