বিএসএফের গুলিতে ফেনী সীমান্তে এক বাংলাদেশি নিহত

ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিল্লাত হোসেন (২১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় মো. আফসার নামে আরও এক বাংলাদেশি আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার বাশপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিল্লাত স্থানীয় বাঁশপদুয়া এলাকার মো. ইউসুফের ছেলে। আহত মো. আফসার একই এলাকার এয়ার আহমেদের ছেলে।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পরশুরাম পৌরসভা এলাকার বাশপদুয়া সীমান্তে বিএসএফর গুলিতে মো. আফসার ও মিল্লাত হোসেন নামের দুই বাংলাদেশি আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় দুইজনকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পথিমধ্যে মিল্লাত হোসেন মারা যায়।
Comments