ওবামাকে গ্রেপ্তারের দাবি ট্রাম্পের

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি ওবামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছেন। ট্রাম্পের অভিযোগ, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের তদন্ত নিয়ে ওবামা প্রশাসন বিষয়টি নিয়ে ইচ্ছাকৃতভাবে জনগণকে বিভ্রান্ত করেছে।
তবে ওবামা ট্রাম্পের অভিযোগকে ভিত্তিহীন ও অযৌক্তিক বলে দাবি করেছেন। এর আগে ওবামাকে গ্রেপ্তার নিয়ে একটি এআই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প।
গ্যাবার্ডের দপ্তর থেকে ১৮ জুলাই এক বিবৃতিতে দাবি করা হয়, 'ওবামা এবং তার জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যরা গোয়েন্দা তথ্য বিকৃত করে ট্রাম্পের বিরুদ্ধে বছরের পর বছর ধরে একটি অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন।'
পরে গ্যাবার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে ওবামা ও তার সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য বিচার বিভাগের কাছে দাবি জানান। তিনি ২০১৬ সালের ঐ তদন্তকে 'রাষ্ট্রদ্রোহিতামূলক ষড়যন্ত্র' বলে অভিহিত করেন।
ট্রাম্প ও তার সমর্থকরা বলছেন, 'এটি ন্যায়বিচারের লড়াই এবং কোনো অপরাধীই আইনের ঊর্ধ্বে নন।'
এদিকে ওবামার দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, 'প্রেসিডেন্টের পদমর্যাদার প্রতি সম্মান রেখে আমরা সাধারণত এ ধরনের অসংগত ও ভুল তথ্যের উত্তর দেই না। কিন্তু এই দাবিগুলো এতটাই অযৌক্তিক যে উত্তর দেওয়া প্রয়োজন। এটি বিভ্রান্তিকর এবং দৃষ্টি অন্যদিকে ফেরানোর দুর্বল চেষ্টা।'
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি তুলসী গ্যাবার্ড প্রকাশিত ১১ পৃষ্ঠার নথিতে যে অভিযোগ আনা হয়েছে, তা ভিত্তিহীন। গ্যাবার্ড নথিতে ওবামা প্রশাসনের জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রের অভিযোগ এনে বিচার বিভাগের কাছে অভিযোগ দায়েরের সুপারিশ করেছিলেন।
ডেমোক্র্যাট নেতারাও ট্রাম্প ও গ্যাবার্ডের এই অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। তাদের মতে, ট্রাম্প ও গ্যাবার্ড পুরোনো বিষয় সামনে এনে বর্তমান রাজনৈতিক সংকট থেকে জনগণের মনোযোগ সরানোর চেষ্টা করছেন। —রয়টার্স ও বিবিসি
Comments