গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা

গোপালগঞ্জে সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় আবারও হামলা চালিনো হয়েছে। এসময় পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।
এর আগে, 'জয় বাংলা' স্লোগান দিতে দিতে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার (১৬ জুলাই) দুপুরে শহরের সমাবেশস্থলে তারা হঠাৎ করে মিছিল নিয়ে এসে মঞ্চে চড়াও হয়। এ সময় সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করার পাশাপাশি এনসিপির উপস্থিত নেতা-কর্মীদেরও মারধর করে তারা। ওই সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সে সময় এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা শহরে উপস্থিত থাকলেও মূল মঞ্চস্থলে পৌঁছাননি।
তারও আগে এনসিপির 'মার্চ টু গোপালগঞ্জ' কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউএনও'র গাড়ি বহরে হামলা ছাড়াও পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনী।
Comments