৮ পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৪ জুলাই

জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে গুলি করে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ১৪ জুলাই দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বৃহস্পতিবার এই দিন নির্ধারণ করে আদালত।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের দিন রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে শিক্ষার্থী আনাসসহ ৬ জন নিহত হওয়ার অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মানবতাবিরোধী অপরাধের এই মামলার অভিযোগে বলা হয়, আসামি তৎকালীন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, এডিসি আখতারুলসহ সিনিয়র পুলিশ কর্মকর্তাদের সরাসরি নির্দেশে চাইনিজ রাইফেল দিয়ে গুলি চালায় পুলিশ কনস্টেবল সুজন, ইজাজ হোসেন ইমন ও নাসিরুল।
তাদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি শেষে আদেশের দিন নির্ধারণ করে ট্রাইব্যুনাল-১।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, '৫০টারও বেশি জেলায় অর্থাৎ একটাতে ৫৪টা আমরা তথ্য পেয়েছি, আরেকটাতে ৪৭টার তথ্য আছে। এখানে একই ধরনের অপরাধ সংগঠিত হয়েছে। এই অপরাধে চাইনিজ রাইফেল ব্যবহার করা হয়েছে, এসএমজি ব্যবহার করা হয়েছে আর ড্রোন সিস্টেমটাকে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করার জন্য ব্যবহার করা হয়েছে।'
শুনানিতে শাহবাগ থানার তৎকালীন ওসি অপারেশন আরশাদসহ আদালতে হাজির করা ৪ আসামির পক্ষে তাদের আইনজীবীরা অব্যাহতির আবেদন করেন। আর ডিএমপি কমিশনার হাবিবসহ পলাতক চার সিনিয়র কর্মকর্তার পক্ষে আবেদন জানান রাষ্ট্র নিয়োজিত আইনজীবী।
আসামি পক্ষের আইনজীবী শিবলী সাদিকীন বলেন, 'এডিসি আক্তারুজ্জামান কমান্ডিংয়ে, উনি নেতৃত্ব দিয়েছেন। যেখানে একজন এসি ছিলেন, সেখানে কোনোভাবেই একজন ইন্সপেকটর কমান্ডিং অফিসার হতে পারেন না। তিনি নিরস্ত্র ছিলেন। তিনি সেখানে কাউকে অর্ডারও করেননি গুলি করতে হবে।'
আসামি পক্ষের আরেক আইনজীবী সাদ্দাম হোসেন বলেন, 'যে কমান্ডের আন্ডারে ছিল, সেখানে একজন কনস্টেবল কমান্ড পালন করেছে।'
এই মামলার তদন্ত রিপোর্টে ৭৯ জনের সাক্ষ্য, ১৯ ভিডিও ক্লিপ, গুলির নির্দেশের অডিও ক্লিপসহ বিভিন্ন তথ্য প্রমাণ যুক্ত করা হয়েছে।
Comments