ছয় মাসে ৯ লাখের বেশি এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি: ইসি

নির্বাচন কমিশন (ইসি) গত ছয় মাসে বিশেষ ক্র্যাশ প্রোগ্রামের আওতায় ৯ লাখেরও বেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে। বুধবার (২ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'ক্র্যাশ প্রোগ্রামের আওতায় গত ছয় মাসে আমরা ৯ লাখ সাত হাজার ৬৬২টি এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছি।' ক্র্যাশ প্রোগ্রামের অগ্রগতির কথা উল্লেখ করে ইসি সচিব আরও বলেন, 'বর্তমানে মাত্র ৭৬ হাজার ৬৯৪টি এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এনআইডি সেবা সংক্রান্ত জনগণের ভোগান্তি কমেছে।'
'চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত মোট ৩ লাখ ৭৮ হাজার ৮০৬টি এনআইডি সংশোধনের আবেদন জমা ছিল। এরপর জানুয়ারি থেকে জুন পর্যন্ত আরও ৬ লাখ ৫ হাজার ৫২০টি নতুন আবেদন জমা পড়ে,' যোগ করেন তিনি।
এই ছয় মাসে মোট ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদন জমা পড়ে, যার মধ্যে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি নিষ্পত্তি হয়েছে এবং ৭৬ হাজার ৬৯৪টি এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।
ইসি সচিব বলেন, 'যত দ্রুত আবেদন নিষ্পত্তি হচ্ছে, তত দ্রুত হয়রানি ও ভোগান্তির অভিযোগও কমছে।'
তিনি আরও জানান, ২০২০ সাল থেকে এ পর্যন্ত ইসিতে মোট ৫৪ লাখ ৭৬ হাজার ১১টি সংশোধনের আবেদন জমা পড়েছে, যার মধ্যে ৫৪ লাখ ৩৯ হাজার ৪২০টি এরমধ্যেই নিষ্পত্তি হয়েছে।
Comments