চট্টগ্রামে আরও ১০ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রাম জেলায় আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্যের উল্লেখ করা হয়েছে। এ নিয়ে চলতি মাসে চট্টগ্রামে ১৪৫ জনের করোনা শনাক্ত হলো।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। নগরের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একজন, ন্যাশনাল হাসপাতালে একজন, শেভরন ডায়াগনস্টিকে সাতজন এবং এপিক হেলথকেয়ারে একজনের করোনা শনাক্ত হয়।
চট্টগ্রামে চলতি জুনে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। এ মাসে এ পর্যন্ত করোনায় আক্রান্ত সাতজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত শুক্রবার নগরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালেহা বেগম নামের এক নারী। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৭২ জন নারী, ৭২ জন পুরুষ ও ১ জন শিশু রয়েছে।
Comments