পতেঙ্গায় দুই পক্ষের গোলাগুলিতে শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া আকবরসহ গুলিবিদ্ধ ৩

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন শীর্ষ সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন পথচারী ও এক শিশু।
শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে সৈকতের ২৮ নম্বর দোকানের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রসহ সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানিয়েছেন, কারাগারে থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারীরা পুরনো শত্রুতার জেরে এই হামলা চালিয়েছে। তবে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।
ঘটনাস্থলে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ঢাকাইয়া আকবর এক নারীসহ ছয়জনের একটি দলের সঙ্গে ২৮ নম্বর দোকানে বসেছিলেন। হঠাৎ মোটরসাইকেলে করে চার যুবক এসে আকবরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। আকবর পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও গুলিবিদ্ধ হন। তার সঙ্গে থাকা চার যুবক তখনই দৌড়ে পালিয়ে যায়। তবে আকবরের সঙ্গী সেই নারী গুলি চালানো যুবকদের সঙ্গে ঘটনাস্থল ত্যাগ করেন।
গুলির ঘটনায় পথচারী এক ব্যক্তি এবং স্থানীয় এক চা দোকানির ছোট ছেলেও আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে গুলিবিদ্ধ ওই দুইজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আহত ঢাকাইয়া আকবরসহ তিনজনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সোহেল পারভেজ বলেন, 'সন্ধ্যার পর হঠাৎ গুলির ঘটনা ঘটে। এতে আকবর নামে একজন ও এক দর্শনার্থী গুলিবিদ্ধ হন। আকবরের শরীরে তিন থেকে চারটি গুলি লেগেছে। তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।'
Comments