ভারতের সঙ্গে সংলাপ চায় পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, শান্তি প্রতিষ্ঠায় তার দেশ দিল্লির সঙ্গে কথা বলতে প্রস্তুত। বৃহস্পতিবার (১৫ মে) পাঞ্জাব প্রদেশে কামরা বিমানঘাঁটি সফরকালে পাক প্রধানমন্ত্রী এই মন্তব্য করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।
শেহবাজ বলেছেন, আমরা শান্তির জন্য তাদের (ভারত) সঙ্গে কথা বলতে প্রস্তুত। তবে শান্তি প্রতিষ্ঠার শর্তগুলোর মধ্যে কাশ্মীর ইস্যুও রয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে একইদিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান সরকারের সঙ্গে এটিই ভারতের কোনো মন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক ফোনালাপ।
ভারত এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে উভয় পক্ষের মধ্যে নানা পর্যায়ে যোগাযোগ দেখা গেছে। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহতের ঘটনায় তালেবান সরকার কড়া নিন্দা জানিয়েছিল।
ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জয়শঙ্কর লিখেছেন, আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে আজ সন্ধ্যায় ভালো আলোচনা হয়েছে। পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় তার নিন্দায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও লিখেছেন, আমি আফগান জনগণের সঙ্গে আমাদের (ভারত) ঐতিহ্যগত বন্ধুত্ব এবং তাদের উন্নয়ন চাহিদায় ভারতের চলমান সহায়তার বিষয়টি তুলে ধরেছি। সহযোগিতা এগিয়ে নেওয়ার বিভিন্ন উপায় ও মাধ্যম নিয়েও কথা হয়েছে।
অন্যদিকে তালেবানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এক্সে পশতু ভাষায় দেওয়া পোস্টে দুই মন্ত্রীর ফোনালাপের খবর এবং সেখানে কী কী আলোচনা হয়েছে তা নিয়ে লিখেছেন।
Comments