যে ৯ জায়গায় ভারত হামলা করল

পেহেলগামে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তানে হামলা করেছে ভারত। অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর'। পাকিস্তানে,বিশেষত পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলিকে নিশানা করা হয়েছে বলে দাবি ভারতের। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে,মধ্যরাতে পাক জঙ্গিঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে।
এগুলো হলো – জয়শে মোহাম্মদ পরিচালিত ভাওয়ালপুরের মার্কাজ সুবহান আল্লাহ, মুরিদতে এলাকায় লশকরে তাইয়েবা পরিচালিত মার্কাজ তাইবা, তেহরা কালানে জয়শের সারজাল, শিয়ালকোটে হিজবুল মুজাহিদিনের মেহমুনা জয়া, বার্নালায় লশকরের মার্কাজ আহলে হাদিত, কোটলিতে জয়শের মার্কাজ আব্বাস ও হিজবুলের মাস্কার রাহিল শহীদ, মুজাফ্ফরাবাদে লশকরের শাওয়াই নাল্লা ও জয়শের সাইয়েদানা বিলাল ক্যাম্প।
Comments