যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশগুলোকে সতর্কবার্তা দিলো চীন

নানা কৌশলে বিশ্ববাজারে প্রভাব বিস্তারের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্য সীমিত করতে চাপ দিচ্ছে দেশটি। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থবিরোধী কোনো চুক্তি না করার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।
বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান শুল্ক যুদ্ধের উত্তেজনা নতুন করে ছড়িয়েছে বিশ্ববাণিজ্য অঙ্গনে।
সম্প্রতি বার্তা সংস্থা ব্লুমবার্গ এক প্রতিবেদেনে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র থেকে শুল্ক হ্রাস বা ছাড় চাওয়া দেশগুলোকে চীনের সঙ্গে বাণিজ্য সীমিত করার জন্য চাপ দিচ্ছে। যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আর্থিক নিষেধাজ্ঞাও। এর প্রেক্ষিতে বিভিন্ন দেশের প্রতি পাল্টা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন সরকার।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থবিরোধী কোনো চুক্তি না করার বিষয়ে বিভিন্ন দেশকে সতর্ক করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। বলেছে, চীন দৃঢ়ভাবে এমন যে কোনো চুক্তির বিরোধিতা করবে যা তাদের স্বার্থের ক্ষতি করে এবং প্রয়োজনে কঠোর পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে।
চীন তাদের নিজস্ব অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং অন্যান্য দেশের সঙ্গে সংহতি জোরদার করতেও ইচ্ছুক।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, যেসব দেশ, বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার অঞ্চলের দেশগুলো, বিনিয়োগ, শিল্প অবকাঠামো, প্রযুক্তিগত জ্ঞান এবং ভোগের ক্ষেত্রে চীনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, তারা যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করলে মেনে নেয়া হবে না।
বরং, যুক্তরাষ্ট্র তথাকথিত সমতার নামে সব বাণিজ্য অংশীদারদের ওপর শুল্ক আরোপ করছে এবং সব দেশকে পারস্পরিক শুল্ক আলোচনায় বসতে বাধ্য করছে বলেও অভিযোগ চীনের।
চলতি মাসের শুরুতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার বলেছিলেন, ট্রাম্পের আরোপিত বাড়তি শুল্ক নিয়ে আলোচনায় বসতে প্রায় ৫০টি দেশ যোগাযোগ করেছে।
Comments