টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ নিশ্চিত নয় তবে নিরাপত্তা বাহিনী নিয়ে প্রস্তুত শ্রীলঙ্কা
টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, তা এখনো নিশ্চিত নয়। খেললেও তারা শুধু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে—এমন গুঞ্জন রয়েছে। এ পরিস্থিতির মধ্যেই সহ–আয়োজক শ্রীলঙ্কা ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নিচ্ছে।সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত–পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। শ্রীলঙ্কা জানিয়েছে, এ ম্যাচসহ টুর্নামেন্টের সব খেলায় এলিট সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে, তবে ভারত–পাকিস্তান ম্যাচে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিমানবন্দর থেকে যাতায়াত পর্যন্ত দলগুলো কড়া নিরাপত্তায় থাকবে।রাজনৈতিক উত্তেজনার জেরে পাকিস্তান ভারতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেয়। বাংলাদেশও ভারতে না খেলার অনুরোধ করলেও তা নাকচ হয়, পরে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশের প্রতি সংহতি দেখিয়ে পাকিস্তান টুর্নামেন্ট বয়কট করবে কি না—সিদ্ধান্ত শিগগিরই জানা যেতে পারে।
শ্রীলঙ্কা জানিয়েছে, ভারত–পাকিস্তান–বাংলাদেশ ইস্যুতে তারা নিরপেক্ষ অবস্থানে রয়েছে এবং শুধু সফলভাবে টুর্নামেন্ট আয়োজনেই মনোযোগ দিচ্ছে।
Comments