বিশ্বকাপ নিয়ে এখনো অগ্রগতির কোনো খবর নেই
বিশ্বকাপ দলে জায়গা পেয়েও অনিশ্চয়তার প্রহর গোনা এক ক্রিকেটারের জিজ্ঞাসা, 'কী মনে হয়, বলুন তো এবার খেলতে যেতে পারব কি?' এই দোলাচল অবশ্য তাঁর একারই নয়। নিরাপত্তা-শঙ্কায় ভারতে হতে যাওয়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ জন্য আইসিসিকে ই-মেইল করেছে শ্রীলঙ্কায় ভেন্যু স্থানান্তরের জন্য। কিন্তু গত বৃহস্পতিবার পাঠানো সর্বশেষ ই-মেইলের উত্তর গতকালও পায়নি বাংলাদেশ। যে কারণে নিজেদের প্রস্তুতিও এগোতে পারছে না বিসিবি।
গতকাল রাতে সিলেটে জিএনসি স্কুল ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বললেন, 'আমরা এখনো কোনো উত্তর পাইনি। আমাদের যত তথ্য দেওয়ার কথা ছিল, সব কিছু দিয়ে দিয়েছি। এখন আইসিসির উত্তরের অপেক্ষায় আছি।
উত্তরের অপেক্ষার মধ্যে এই আলোচনাও জোরেশোরে চলছে যে যদি শ্রীলঙ্কায় খেলতে চাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয় আইসিসি, অর্থাৎ ভারতে আগের সূচিতেই খেলতে বললে কোন পথে হাঁটবে বিসিবি? এসব নিয়ে নিজেদের অবস্থানও পরিষ্কার করলেন আমিনুল, 'ভারতের অন্য ভেন্যুও তো ভারতেই। সুতরাং ভেন্যু বড় কথা নয়। তবে আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়ে ছিলাম, এখনো সেখানেই আছি।
তবে কি আইসিসির মন না গললে বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেবে বাংলাদেশ? এমন প্রশ্নে কৌশলী পথেই হাঁটলেন বিসিবি সভাপতি, 'ওই চিঠিটা না আসা পর্যন্ত কিছু বলতে পারছি না।'
গত বছর ৩০ মে বিসিবি সভাপতির চেয়ারে বসেন আমিনুল। চার মাস পর নির্বাচনে জয়লাভ করে একই দায়িত্ব নিয়েছেন তিনি। তবে প্রতিটি দিনই নতুন চ্যালেঞ্জের সামনে পড়ছেন সাবেক এই অধিনায়ক। নানা ইস্যুতে একের পর এক চাপে পড়লেও এখনো আউট হননি বলেই দাবি করলেন, 'কাজটা আমি আসার আগে যেভাবে ভেবেছিলাম, এখন দেখছি সম্পূর্ণ আলাদা।
আমি আগে ক্রিকেটের উন্নয়নের কাজ করতাম, কিন্তু এই কাজটা একদমই আলাদা। প্রতিটি দিনই শিখছি। অনেকটা ছয় বলের ওভারের মতো দিন যাচ্ছে; কখনো চার মারছি, কখনো বিট হচ্ছি, তবে এখনো আউট হইনি।'
Comments