বিশ্বকাপের আগে ডিজিটাল স্ক্যান করা হবে ১২৪৮ খেলোয়াড়ের
আগামী বিশ্বকাপে যাতে নির্ভুলভাবে অফসাইডের সিদ্ধান্ত নেওয়া যায়, সেজন্য প্রতিটি ফুটবলারের ত্রিমাত্রিক অবতার তৈরির পরিকল্পনা করছে ফিফা। ৪৮ দলের ২৬ জনের স্কোয়াডের মোট ১২৪৮ খেলোয়াড়ের ডিজিটাল স্ক্যান করা হবে।
'বিবিসি' তাদের প্রতিবেদনে জানিয়েছে, এই প্রযুক্তি হবে স্বনিয়ন্ত্রিত। প্রত্যেক ফুটবলারকে একটি ঘরে ঢুকে ছবি তুলতে হবে, লাগবে মাত্র এক সেকেন্ড। প্রতিযোগিতা শুরুর আগে যে ফটোশুট হয় তখনই এই কাজ করা হবে। ফিফার দাবি, আরও বেশি নিখুঁতভাবে অফসাইডের সিদ্ধান্ত নিতে প্রত্যেক ফুটবলারের শরীরের মাপ সংগ্রহ করার জন্যই এই কাজ করা হচ্ছে।
ফিফা আশা করছে এর ফলে ম্যাচ কর্মকর্তারা 'দ্রুত বা অস্পষ্ট নড়াচড়ার সময়ও খেলোয়াড়দের নির্ভরযোগ্যভাবে ট্র্যাক' করতে পারবেন এবং চূড়ান্ত সিদ্ধান্তগুলো 'আরও বাস্তবসম্মত এবং আকর্ষণীয়ভাবে প্রদর্শিত' হবে।
চলতি মৌসুমের শুরুর দিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে নিউক্যাসলের একটি গোল দেওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেমি-অটোমেটেড অফসাইড গ্রাফিকে রুবেন দিয়াসকে লাফিয়ে থাকা অবস্থায় দেখা গেলেও টেলিভিশনের ছবির সঙ্গে তার মিল ছিল না। ফিফা আশা করছে, প্রতিটি খেলোয়াড়ের নিখুঁত স্ক্যান নেওয়ার মাধ্যমে সমর্থকদের কাছে এই সিদ্ধান্তগুলো তুলে ধরা হয়, তাতে আরও উন্নত করা সম্ভব হবে।
এই প্রযুক্তির পরীক্ষা ইতোমধ্যেই ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে হয়ে গেছে। ডিসেম্বরে ফ্লামেঙ্গো এবং পিরামিডস এফসির খেলোয়াড়দের ম্যাচের আগে স্ক্যান করা হয়েছিল।
গত মাসে ফিফা ঘোষণা করেছিল যে, তারা একটি নতুন প্রযুক্তির পরীক্ষা করছে যেখানে গোল হওয়ার আগে বলটি মাঠের বাইরে গিয়েছিল কি না তা নির্ধারণ করতে পারবে। এ ছাড়াও 'লাইন-অব-সাইট' অফসাইড সিদ্ধান্তের জন্য তারা 'রিয়েল-টাইম থ্রিডি রিক্রিয়েশন' পদ্ধতি তৈরি করেছে।
Comments