সিকান্দার রাজাকে অধিনায়ক করে বিশ্বকাপ দল চূড়ান্ত করল জিম্বাবুয়ে
সাত বছরের লম্বা বিরতির পর গত অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক গ্রায়েম ক্রেমার। এবার তিনি তিনি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন। আসন্ন মেগা ইভেন্টের জন্য যথারীতি তারকা অলরাউন্ডার সিকান্দার রাজাকেই অধিনায়ক করে জিম্বাবুয়ে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।
জাতীয় দলে ফেরার পর পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজের দুটি ম্যাচে বল করেন ক্রেমার। যেখানে ৭ ওভারে ৪৪ রানের বিনিময়ে তার শিকার ২ উইকেট। পিঠের ইনজুরির কারণে ওই সিরিজ মিস করা পেসার ব্লেসিং মুজারাবাবানিকেও রোডেশিয়ানরা বিশ্বকাপ স্কোয়াডে ফিরিয়েছে। ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড থেকে একমাত্র বাদ পড়েছেন বাঁ-হতি স্পিনার নিউম্যান নিয়ামহুরি। এ ছাড়া শন উইলিয়ামসের জায়গায় জিম্বাবুয়ে জাতীয় দলে সুযোগ পাওয়া ক্লাইভ মাদান্দেও বিশ্বকাপ স্কোয়াডে আছেন।
জিম্বাবুয়ের ঘরোয়া টুর্নামেন্টে ৪ ম্যাচে ৭৬ গড় এবং ১৩৮.১৮ স্ট্রাইকরেটে ১৫২ রান করেছেন মাদান্দে, যা ওই প্রতিযোগিতার সর্বোচ্চ। এ ছাড়া সিকান্দার রাজা জিম্বাবুয়ের বিশ্বকাপ স্কোয়াডে বেশ কয়েকজন অভিজ্ঞ তারকাকে পাচ্ছেন। উইকেটরক্ষক ব্যাটার ব্রেন্ডন টেইলর তাদের একজন। তিনি এই বছরই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন। ওই সময় থেকে ১৩টি টি-টোয়েন্টি ম্যাচে করেন ২৫১ রান। গড় আহামরি না হলেও, স্ট্রাইকরেট ১৪৪.২৫। তবে তাকে সুযোগ করে দিয়েছে তার অভিজ্ঞতা ও অতীত পারফরম্যান্স।
সম্প্রতি জিম্বাবুয়ের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্ব পেয়েছেন রিচার্ড এনগারাবা। এই তারকা পেসারও আছেন তাদের বিশ্বকাপ দলে। তার সঙ্গে মিলে মুজারাবানি পেস অ্যাটাকের নেতৃত্ব দেবেন। স্পিন বিভাগে অধিনায়ক রাজা ছাড়া ওয়েলিংটন মাসাকাদজার পাশাপাশি অভিজ্ঞ ক্রেমার আছেন। বিশ্বকাপে জিম্বাবুয়ে পড়েছে 'বি' গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার পাশাপাশি আয়ারল্যান্ড ও ওমান।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর বসবে। জিম্বাবুয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ৯ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপপর্বে রাজা-টেইলরদের প্রতিটি ম্যাচই হবে লঙ্কান ভূমিতে।
বিশ্বকাপে জিম্বাবুয়ের স্কোয়াড
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাড ইভানস, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্দা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, তাশিঙ্গা মুসেকিয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাবা ও ব্রেন্ডন টেইলর
Comments