২৫ হাজার বেলুন উড়িয়ে বিপিএল উদ্বোধন
পুরো স্টেডিয়ামই ছেয়ে গেল লাল–সবুজ বেলুনে। প্রায় ২৫ হাজার বেলুন উড়ল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আকাশে। এর আগে শহীদ ওসমান বিন হাদির জন্য পালন করা হয় এক মিনিট নীরবতা। কোরআন তিলওয়াতের পর গাওয়া হয় জাতীয় সংগীত।
আজ এসব আয়োজনের মধ্যে দিয়ে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। ঢাকায় ২৪ ডিসেম্বর বড় আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে তা হয়নি।
আজ বেলা তিনটায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইনসের ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিপিএলে মাঠের লড়াই। প্রথম দিনে মাঝের বিরতিতে অবশ্য দর্শকদের জন্য গাইবেন ফুয়াদ আল মুক্তাদির। থাকছে আলোক–প্রদর্শনীও।
প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
Comments