মুম্বাইয়ে মেসির সফর: কোথায় যাবেন, কী করবেন?
ভারত সফরে লিওনেল মেসি মুদ্রার এপিঠ-ওপিঠ দুটোই দেখলেন। কলকাতায় আয়োজকদের চরম অব্যবস্থাপনায় বিরক্তি নিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গন ছেড়েছিলেন আর্জেন্টিনা ফরোয়ার্ড। গতকাল (শনিবার) কয়েক ঘণ্টা কলকাতায় থেকে হায়দরাবাদে রওনা হন মেসি। সেখানে অন্যরকম সময় কাটালেন। কলকাতার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে হায়দরাবাদ দর্শকদের অগ্রাধিকার দিয়ে সফল। এলএমটেন-ও খুশিমনে হায়দরাবাদ ছেড়ে মুম্বাইয়ে যাচ্ছেন। সেখানেও আজ (রোববার) প্রচুর ব্যস্ততার মধ্যে কাটবে।
মেসির মুম্বাই সফরে ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ায় হবে প্রদর্শনীমূলক 'প্যাডেল কাপ'। তারপর ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে প্রদর্শনীমূলক ফুটবল ম্যাচ। মুম্বাই সফরের শেষ দিকে আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ের স্মারক নিয়ে নিলাম হবে, ব্যক্তিগত চ্যারিটি ফ্যাশন শো। পুরোটা সময় তার সঙ্গে থাকবেন সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল।
ব্যক্তিগত বিমানে হায়দরাবাদ থেকে মুম্বাইয়ে যাবেন মেসি। সেখানে শচীন টেন্ডুলকারের সঙ্গে দেখা হতে পারে তার। বিকেল সাড়ে তিনটায় ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ায় যাবেন তিনি। ৪.৩০ মিনিটে 'প্যাডেল কাপ'-এ অংশ নেওয়ার কথা আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়কের। তার সঙ্গী হতে পারেন শচীন, থাকতে পারেন শাহরুখ খানও।
বিকাল ৫টায় মেসি যাবেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। রাত ৮টা পর্যন্ত সেখানে থাকার কথা তার। বলিউড সেলিব্রেটিদের নিয়ে সেভেন-এ-সাইড ম্যাচ হবে। ওয়াংখেড়েতে মাঠে নেমে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন মেসি।
এরপর রয়েছে একটি চ্যারিটি ফ্যাশন শো। জন আব্রাহাম, করিনা কাপুর খান, জ্যাকি শ্রফের মতো বলিউডের তারকাদের দেখা যাবে সেই অনুষ্ঠানে। কাতার বিশ্বকাপে মেসির একটি স্মারকের নিলাম হওয়ার কথা। এই অনুষ্ঠানটি হবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে। শোনা যাচ্ছে, বিরাট কোহলি সাক্ষাৎ করবেন মেসির সঙ্গে। ইতোমধ্যে লন্ডন থেকে মুম্বাইয়ে ফিরেছেন ভারতের ব্যাটিং গ্রেট। তবে কখন দুজনের দেখা হতে পারে, তা অজানা।
Comments