দুই দিনে শেষ পাঁচ দিনের টেস্ট, ২৪ কোটি টাকা ক্ষতির মুখে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া বড় জয় দিয়ে মর্যাদার অ্যাশেজ সিরিজ শুরু করেছে। পার্থ টেস্ট ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে অজিরা। শুধু তাই নয়, মাত্র দুই দিনেই টেস্ট জিতে নিয়েছে স্বাগতিকরা। এমন জয়ে আনন্দের সাগরে ভাসার কথা স্টিভেন স্মিথদের। উলটো ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ।
মাত্র ২ দিনে পার্থ টেস্ট শেষ হওয়ায় বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। অর্থের অঙ্কে ৩০ লাখ অস্ট্রেলিয়ান ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ২৪ কোটি টাকার ওপরে।
বার্তা সংস্থা অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসের (এএপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড পার্থ টেস্টে তৃতীয় ও চতুর্থ দিনে শুধু টিকিট বিক্রি থেকেই ৩০ লাখ ডলারের বেশি আয় হওয়ার কথা, যা এখন লোকসানের খাতায় যোগ হতে চলেছে।
শুক্রবার পার্থ টেস্টের প্রথম দিনে খেলা দেখতে গ্যালারিতে হাজির ছিলেন ৫১৫৩১ দর্শক। শনিবার এসেছিলেন ৪৯৯৮৩ জন, যা গত বছর অস্ট্রেলিয়া-ভারত ম্যাচের চেয়েও বেশি। ৪ দিন ধরে চলা সেই ম্যাচে দর্শক ছিলেন ৯৬৪৬৩ জন।
সব মিলিয়ে ৬০ হাজার আসনের পার্থ স্টেডিয়ামে তৃতীয় দিনের বেশির ভাগই টিকিটই বিক্রি হয়ে গিয়েছিল। তবে দুই দিনেই শেষ হওয়াই তাদের আর মাঠে আসা হচ্ছে না।
খেলা পাঁচ দিনে না গড়ালে আর্থিকভাবে বড় ক্ষতি হবে, সেটি দ্বিতীয় দিনের শুরুতেই বলেছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। তখন পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ না হলেও এসইএন রেডিওকে তিনি মজা করে বলেছিলেন, 'অনেক অংশীদারেরই ক্ষতি হবে। প্রথমত সম্প্রচার সংস্থার। আমাদের ক্রিকেট বোর্ডেরও হবে, বিশেষ করে টিকিট বিক্রি না হওয়ায়। আমাদের স্পনসর ও অন্যান্য অংশীদারদেরও ক্ষতি। এই সিরিজের আর্থিক প্রভাব অনেক বড়।'
Comments