সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের প্রশংসায় ভাসালেন ফুটবলার সাদিও মানে
ইউরোপের ফুটবলের পাট চুকিয়ে সেনেগালের সুপারস্টার সাদিও মানে এখন সৌদি আরবের আল নাসর ক্লাবের অন্যতম ভরসা। ২০২৩ সালে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানোর পর সেখানকার জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিয়েছেন তিনি। তবে প্রবাস জীবনে বাংলাদেশিদের আতিথেয়তা এবং মানসিকতা তাকে বিশেষভাবে মুগ্ধ করেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশিদের সঙ্গে কাটানো এক আবেগঘন মুহূর্তের স্মৃতিচারণ করেছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ডিফেন্ডার ও জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক রিও ফার্ডিনান্ডকে দেওয়া ওই সাক্ষাৎকারে মানে জানান, রমজান মাসে বাংলাদেশিদের কাছ থেকে পাওয়া এক আমন্ত্রণ তার হৃদয়ে দাগ কেটেছে।
ঘটনার বর্ণনা দিয়ে সাবেক লিভারপুল তারকা বলেন, 'রমজান মাসের একদিন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ রাস্তার ধারে বসা কয়েকজন বাংলাদেশি আমাকে ইফতারের জন্য ডাকেন। আমি তখন মজা করে তাদের বললাম, 'আপনারা তো আমাকে চেনেন না! আমি কীভাবে আপনাদের সঙ্গে বসব?' কিন্তু তারা নাছোড়বান্দা, আমাকে বললেন কোনো সমস্যা নেই, তাদের সঙ্গে যোগ দিতে।'
রিও ফার্ডিনান্ড তখন কৌতূহলী হয়ে প্রশ্ন করেন, তারা কি জানতেন যে তিনি বিশ্বখ্যাত ফুটবলার সাদিও মানে? উত্তরে মানে বলেন, 'না, তারা জানতেন না আমি কে। তারা একজন সাধারণ মানুষ হিসেবেই আমাকে ডেকেছিলেন। তাদের এমন বড় মন, খাবার ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা এবং একসঙ্গে থাকার সংস্কৃতি সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে। এখানকার মানুষজন অবিশ্বাস্য রকমের আন্তরিক।'
Comments