শ্রীলঙ্কাকে একশও করতে দেয়নি জিম্বাবুয়ে
পাকিস্তানে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল শ্রীলঙ্কা। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজও তাদের শুরু হলো বাজেভাবে। পাকিস্তানের কাছে হারের পর জিম্বাবুয়ের বোলাররা গুঁড়িয়ে দিয়েছেন লঙ্কান ব্যাটিং লাইনআপকে। ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ৯৫ রানে অলআউট।
ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজার হাফ সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ থাকলেও থাকতে পারে। তবে তাদের পঞ্চাশ ছুঁইছুঁই ইনিংস জেতার জন্য যথেষ্ট ছিল।
বেনেট ৪২ বলে ৪৯ রানে আউট হন। ৫ চার ও ১ ছয় ছিল তার ইনিংসে। সিকান্দার ৩২ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৭ রান করেন।
শ্রীলঙ্কার পক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি উইকেট পান ইশান মালিঙ্গা।
জিম্বাবুয়ের দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কা ২০ ওভার শেষে একশর আগেই অলআউট হয়েছে। তাদের অধিনায়ক দাসুন শানাকা সর্বোচ্চ ৩৪ রান করেন। এছাড়া অন্য দুই অঙ্কের ইনিংস আসে কেবল ভানুকা রাজাপাকশার (১১) ব্যাটে।
জিম্বাবুয়ের ছয় বোলারের প্রত্যেকে উইকেট পেয়েছেন। সবচেয়ে ভালো বোলিং ব্রাড ইভান্সের। ৪ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।
৬৭ রানের জয়ে জিম্বাবুয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল। ঝোড়ো ইনিংস খেলার পর বল হাতে এক উইকেট নিয়ে ম্যাচসেরা সিকান্দার।
Comments