মুশফিকের শততম টেস্ট ম্যাচ আজ মিরপুর স্টেডিয়ামে, পেলেন বর্ণাঢ্য সম্মাননা
আজ বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের ক্যারিয়ারের এক গৌরবময় মুহূর্ত। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমে মুশফিক পেয়েছেন বিশেষ সম্মাননা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মুশফিকের এই ঐতিহাসিক অর্জনকে স্মরণীয় করতে নানা আয়োজন করেছে। গ্যালারিতে সমর্থকরা মুশফিকের ছবি সম্বলিত ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন, অনেকেই তার জার্সি ধারণ করে এ আনন্দে অংশ নেন। ম্যাচ শুরুর আগে মুশফিক সতীর্থদের সঙ্গে মাঠে প্রবেশ করেন এবং সবাই তাকে সম্মানের সাথে দাঁড়িয়ে অভিনন্দন জানান।
শততম টেস্ট উপলক্ষে মুশফিককে বিশেষ ক্যাপ উপহার দেন হাবিবুল বাশার। যিনি ২০০৫ সালে মুশফিকের অভিষেক টেস্টে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন। এ ছাড়া, জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানও তাকে একটি বিশেষ ব্যাগি ক্যাপ উপহার দেন।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং পরিচালক নাজমুল আবেদীন ফাহিম মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দেন। বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হাসান শান্ত এবং সাবেক অধিনায়ক হাবিবুল বাশার মুশফিককে প্রথম ও শততম টেস্টের সতীর্থদের সই করা জার্সিও উপহার হিসেবে দেন।
মুশফিকুর রহিমের এই বিশেষ দিনটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে।
শততম টেস্টের আগে মুশফিক যা বলেছেন
আল্লাহকে ধন্যবাদ এমন দারুণ একটা সুযোগের জন্য। যাঁরা উপস্থিত আছেন আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাতে চাই। আমার পরিবারের সব সদস্য, বাবা-মাকে কৃতজ্ঞতা জানাতে চাই। বিশেষত আমার স্ত্রীকে, যে অনেক নির্ঘুম রাত কাটিয়েছে। আমার সতীর্থ, কোচ, বন্ধু ও সব ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই। আমি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আমিও বাংলাদেশ ক্রিকেটের জন্য একশ ভাগ দেব, যেমনটা সব সময় চেষ্টা করি। আয়ারল্যান্ড ক্রিকেট দলকেও ধন্যবাদ জানাতে চাই এখানে থাকার জন্য।
Comments