ক্যারিয়ারের ১০১তম ট্রফি জিতলেন জোকোভিচ
এথেন্সে হেলেনিক চ্যাম্পিয়নশিপে লরেঞ্জো মুসেত্তিকে হারিয়ে জয়ের স্বাদ পেলেন নোভাক জোকোভিচ। এই জয়ে সার্ব তারকার ক্যারিয়ারের ১০১তম ট্রফি নিশ্চিত হলো। ছেলেদের টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ীর তালিকায় তিনি এখন ১১ নম্বরে অবস্থান করছেন।
৩৮ বছর ও পাঁচ মাস বয়সী জোকোভিচ ১৯৭৭ সালের কেন রোজওয়েলের পর সবচেয়ে বয়স্ক হিসেবে এটিপি ইভেন্ট জিতেছেন। একই সঙ্গে হার্ড কোর্টে তার এটিপি শিরোপার সংখ্যা ৭২ হয়ে পিছনে ফেলেছেন রজার ফেদেরারকে। এতদিন ৭১ শিরোপা নিয়ে ফেদেরারের পাশে ছিলেন তিনি।
জোকোভিচের দখলে এখন ছেলেদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম (২৪), ফাইনাল (৩৭), সেমিফাইনাল (৫৩) ও কোয়ার্টার ফাইনাল (৬৪) খেলার রেকর্ড।
ম্যাচ শেষে জোকোভিচ জানান, কাঁধের চোটের কারণে তিনি আগামী এটিপি ফাইনাল্সে অংশ নেবেন না। তিনি বলেন, "তিন ঘণ্টার কঠিন লড়াই, শারীরিকভাবে চ্যালেঞ্জিং। এটি যে কারো ম্যাচ হতে পারত। লরেঞ্জোকে অসাধারণ পারফরম্যান্সের জন্য ধন্যবাদ। এই জয়ে আমি গর্বিত।"
Comments