মুস্তাফিজ-সোহানের সঙ্গে কাইল মায়ার্স-মালানও রংপুরে
আসন্ন বিপিএল সামনে রেখে দল গোছাতে শুরু করেছে ৫ ফ্র্যাঞ্চাইজি। দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশিদের দিকেও নজর রয়েছে তাদের। পুরনো ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স নুরুল হাসান সোহানের পাশাপাশি মুস্তাফিজুর রহমানকে দেশি ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে। ঢাকা পোস্টকে দলটির একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া কোচিং স্টাফও চূড়ান্ত করে ফেলেছে রংপুর। যেখানে প্রধান কোচ মিকি আর্থারের সঙ্গে সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস, স্পিন বোলিং কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ রফিক।
এরই মধ্যে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে রংপুর। যার মধ্যে পাকিস্তান থেকে রয়েছেন খুশদিল শাহ, ফাহিম আশরাফ ও আকিব জাভেদের মতো ক্রিকেটাররা। এ ছাড়া ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ডেভিড মালানও যুক্ত হয়েছেন দলটিতে।
এর আগের আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন মারকুটে এই ব্যাটার। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার কাইল মায়ার্সকেও নিজেদের ডেরায় ভিড়িয়েছে রংপুর।
Comments