টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দলে একটি পরিবর্তন আনা হয়েছে। মাত্র এক পেসার নিয়ে দল সাজিয়েছে টাইগাররা।
টানা চার ম্যাচ পর ওয়ানডে জয়। এবার হাতছানি প্রায় সাড়ে তিন বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের। শান্ত-মিরাজরা প্রস্তুত নিজেদের সেরাটা দিতে, আর ক্যারিবীয়ানরা মরিয়া সিরিজে ফিরতে।
২০২২ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে স্বাগতিকদের ৩-০'তে হোয়াইটওয়াশ করেছিলো বাংলাদেশ। তবে গেলো ডিসেম্বরে সেই লজ্জাই ফিরে এসেছিলো টাইগার শিবিরে। এবার সিরিজে ১-০'তে এগিয়ে।
এদিকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দলে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। পেসার তাসকিন আহমেদের জায়গায় দলে ঢুকেছেন নাসুম আহমেদ। ফলে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশে মাত্র এক পেসার খেলাচ্ছে। ক্যারিবীয়রাও পাঁচ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানাজে, কেসি কার্টি, শাই হোপ (ক্যাপ্টেন ও উইকে), শেরফেন রাদারফোর্ড, অ্যাকিম অগাস্ট, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুদাকেশ মতি, খারি পিয়ের ও আকিল হোসেন।
Comments