দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করল যারা

শেষ হলো দক্ষিণ আমেরিকা মহাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব। ১০ দেশের এই গ্রুপ থেকে টেবিলের শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপের টিকিট পায়। সপ্তম দলটিকে খেলতে হয় প্লে–অফ। এক নজরে দেখে নেয়া যাক কনমেবল অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে কারা।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে টেবিলের শীর্ষ ৬ দল বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। সেই ৬ দেশ হচ্ছে—আর্জেন্টিনা, ইকুয়েডর, কলম্বিয়া, উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ে। টেবিলের সপ্তম দল বলিভিয়া আন্তমহাদেশীয় প্লে-অফে জায়গা করে নিয়েছে।
বাংলাদেশ সময় বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে কনমেবল অঞ্চলের সকল দল খেলতে নেমেছিল। তবে সকলে তাকিয়ে ছিল ব্রাজিল-বলিভিয়া এবং ভেনেজুয়েলা-কলম্বিয়া ম্যাচের দিকে। কারণ, বলিভিয়া ও ভেনেজুয়েলার মধ্যে একটি দল বিশ্বকাপের প্লে-অফে খেলার সুযোগ ছিল। সেই স্পটটি দখল করেছে বলিভিয়া।
বুধবার এল আলতোরে ব্রাজিলকে ১-০ গোলে হারায় বলিভিয়া। তবে প্লে-অফের স্পটটা নিশ্চিত করতে হলে ভেনেজুয়েলার বিপক্ষে জিততে হতো কলম্বিয়ার। আর সেটাই হয়েছে। ভেনেজুয়েলাকে ৬-৩ গোলে উড়িয়ে দিয়েছে কলম্বিয়া। তাতে বলিভিয়ার প্লে-অফে খেলা নিশ্চিত হয়।
Comments