'দেশকে সার্ভ করার জন্যই আমি সবকিছু ছেড়ে এসেছি'

আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে শেষ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ। গঠনতন্ত্র অনুযায়ী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে হওয়ার কথা রয়েছে বিসিবির নির্বাচন। গেল মে মাসের শেষ দিকে বিসিবি সভাপতির দায়িত্ব নেয়া আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, স্বল্প সময়ে থাকার কথা। তবে আসন্ন বিসিবির নির্বাচন করবেন কি না এ নিয়ে রয়েছে প্রশ্ন।
রোববার (২৪ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত 'ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুলবুল। সেখানেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন করা নিয়ে বিসিবি সভাপতি বলেন, 'আমি তো বলেছি আমি কখনো নির্বাচন করব না। আমি কীভাবে নির্বাচন করব? নির্বাচন করতে যে রসদগুলো লাগে সেটা আমার নেই।'
এরপর বুলবুল বলেন, 'আমি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (এনএসসি) থেকে এসেছি। তারা যদি আমাকে কন্টিনিউ করে, থাকব, চেষ্টা করব।' পরবর্তীতে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসা প্রসঙ্গে বুলবুল বলেন, 'বিভ্রান্তি আছে অনেক। টি-টোয়েন্টি ক্রিকেট তো ১২০ বলে খেলতে হয়। সেটাতো তো দুই ওভারে শেষ হয়ে যায় না। সবকিছু নির্ভর করবে পরিস্থিতির ওপর।'
যদিও গুঞ্জন আছে নির্বাচন না দিয়ে অ্যাডহক কমিটি করে ক্রিকেটীয় কার্যক্রম চালিয়ে নেয়া হতে পারে। এমন খবরে বিসিবির নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ঢাকার ক্লাব সংগঠকরা। যার প্রতিবাদ করতেই গতকাল মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে করেছে ঢাকার ৭৬ ক্লাবের সংগঠন 'ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন।'
তবে দৃঢ়তা কণ্ঠে বুলবুল জানিয়েছেন, সঠিক সময়ে নির্বাচন হবে বলে আশাবাদী তিনি। বলেন, 'ক্রিকেট পরিচালনা পর্ষদের প্রায়োরিটি হচ্ছে ক্রিকেট চালানো। নির্বাচন চার বছর পরপর হয়। সময় যেহেতু চলে এসেছে, সেটা ঠিক সময়েই হবে।'
তিনি আরও বলেন, 'যারা পূর্ণ সদস্য আছে তাদের নির্বাচন নিয়ে কিন্তু আন্তর্জাতিক নিউজ হয় না। আমরাই সিরিয়াসলি নেই। আমরা এখন যারা ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে আছি, আমাদের ফোকাস ক্রিকেট। অবশ্যই নির্বাচন সঠিক সময়ে হবে। সেটার জন্য যে আমাদের নির্বাচন কমিশন এবং আনুসাঙ্গিক কাজ সেগুলো দ্রুত জানতে পারবেন।'
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় এনএসসির কোটায় পরিচালক হয়ে বিসিবির সভাপতির দায়িত্ব পেয়েছিলেন ফারুক আহমেদ। কিন্তু দায়িত্ব গ্রহণের পর একাধিক অভিযোগের প্রেক্ষিতে তাকে অপসারণ করে এনএসসি। এরপর আইসিসির ডেভলপমেন্ট ম্যানেজারের চাকরি ছেড়ে বিসিবি সভাপতির চেয়ারে বসেন বুলবুল।
সে প্রসঙ্গ টেনে এনে আমিনুল যোগ করেন, 'আমি যে চার্টারটা নিয়ে এসেছিলাম, ৩০ তারিখ যখন আমাকে সভাপতি নির্বাচিত করা হয় তখন ছিল সন্ধ্যা ৭টা। শেষ করে বাসায় গিয়েছি রাত ১২টায়। সকাল ৬টার মধ্যে চার্টার তৈরি করে ফেলেছি সারারাত বসে। এই চার্টারটা যখন সবাই মিলে তৈরি করেছি, বোর্ডে অ্যাপ্রুভাল নিয়েছি, এটা নিয়ে কাজ করছি। আল্লাহর রহমতে এটার প্রতিফলনও এখানে দেখেছি।
তিনি আরও বলেন, 'আমাদের কাজটাই হলো যে ছেলেটা যেন ক্রিকেট খেলতে পারে, এটা কতটা স্মুথ করে দিতে পারি সেটাই লক্ষ্য। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট যদি মনে করে আমি আরও স্টে করার উচিত আরও। এই কাজটা আমি সবকিছু ছেড়ে করতে এসেছি দেশকে সার্ভ করার জন্য। আমি চালিয়ে যেতে পছন্দ করবো যদি সবকিছু ঠিকঠাক প্রোভাইড করা হয়।'
Comments